সোমবার, ৮ মে, ২০১৭

তুমি কি সেই
জোনাকী আক্তার
বলো তুমি কি সেই
যার দর্শন না পেলে
আঁখির দুকূল ছাপিয়ে
নোনা জলের ফোয়ারা নামে ।
বলো তুমি কি সেই
যার সমধুর কণ্ঠ
একটি বার শুনতে না পেলে
হৃদয়ের ব্যকুলতায় মম চিত্ত হয় অস্থির ।
বলো তুমি কি সেই
যার একটু ছোঁয়ায়
পাথরের ন্যায় হিয়াতেও
ভালোবাসার শিহরণ জাগে ।
বলো তুমি কি সেই
যার পদচারণ কল্পরাজ্যে
যাকে নিয়ে গড়েছিলাম
তাজমহলে ন্যায় ভালোবাসার প্রাসাদ ।
বলো তুমি কি সেই
শুধু একটি বার বলেই দেখো
আকাশ-বাতাস রটিয়ে দিবো
ভালোবাসি ভালোবাসি ।
একটি বার তোমার প্রতি বাড়িয়ে দেওয়া
প্রণয়ের হাতটি ধরেই দেখো
বলছি তোমায় চিরতরে তোমার হবো
দু:খ সুখের পথটি একসাথে পাড়ি দিবো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...