শনিবার, ১৩ মে, ২০১৭



নর পিশাচ
জোনাকী আক্তার

মনে রেখো তুমি নারী ,
তোমার জন্মটাই একটা পাপ
তোমাকে বয়ে বেড়াতে হবে
আজন্ম পর্যন্ত সেই অভিশাপ ॥
তোমাকে সেই নারীত্বের জন্য
তোমাকে হতে হবে অনুভূতিহীন
তোমাকে হতে হবে কোন না কোন পশুত্বের স্বীকার ।
যদি না পারো সইতে
লোক লজ্জা আর বর্বরতা,
তোমাকে শেষ করে দিলেও রেহাই পাবেনা ,
তোমার শ্লীতহানি তখনো চলবে ।
যে হৃদয়ে ভালোবাসা জমা রেখেছিলে
সে হৃদয়ে চলবে মানুষরূপী দানবের আঘাত ।
তুমি তো অবলা - অসহায়
রক্ত মাংসের এক স্তুপ ,
তোমার কণ্ঠ নি:সৃত আত্ম চিত্‍কার
চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ ।
সেই বদ্ধ দেয়াল ভেদ করার নেই যে তোমার সাধ্য
হও তুমি যতই বালিকা কিংবা সাবালিকা
তোমার প্রতি অবিচারের
কান্নার আওয়াজ কারো কর্ণে যাবেনা ।
সবাই যে তাদের কার্য হাসিলে ব্যস্ত
কে করবে তোমার বিচার ?
কে শুনবে তোমার আত্মচিত্‍কার ?
স্রষ্টা ভিন্ন হয়তো তোমার প্রতি
অবিচারের সুবিচার হবেনা কোন দিন,
ঘুচবেনা মায়ের অশ্রু বিয়োগ
নিভবেনা বাবার পরিতাপ আর বিদ্বেষের অনল ।
শত ধিক তোমায়, ধিক তোমার পশুত্বকে
শিখোনি তুমি নারীকে দিতে সম্মান
মনুষ্য জাতির শ্রেষ্ঠ কুলাঙ্গার তুমি
মনুষ্যত্ব তোমার বেমানান ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...