শুক্রবার, ২৬ মে, ২০১৭



বেলা শেষে একলা আমি
জোনাকী আক্তার
চাইনা তোমার জন্য নতুন করে রাত জেগে থাকতে
তবুও কেটে যায় একের পর এক নির্ঘুম রাত ,
চাইনা তোমার জন্য হৃদয়ের রক্তক্ষরণ
নোনা জল হয়ে ঝরুক ,
তবুও ঝরছে অবিরত দু নয়ন বেয়ে
তোমার জন্যই অনিমেষ ,
হয়ত থেমে যাবে সেদিন
যেদিন আমিই হবো শেষ ।
চাইনা তোমার জন্য গড়ে ওঠা শূণ্যতা আবারো করুক গ্রাস ,
পারিনা পূর্ণতায় ভরিয়ে দিতে
নি:সঙ্গতার সাথেই যে আমার বাস ।
পরম নির্ভরতায় তোমার পথ সঙ্গী হয়েছিলাম ,
চাইনা নতুন করে আর নির্ভরশীল হতে ,
তোমার জায়গাতে অন্য কাউকে বসাতে ,
কষ্ট হয় দিন শেষে যখন কেউ থাকে না পাশে ,
থেমে যাই তোমায় ভেবে
 চলছি আজও স্মৃতি গুলো আঁকড়ে ধরে,
কণ্টকাকীর্ণ একলা পথেই
শুধু তোমার জন্যই অনিমেষ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...