বুধবার, ৩১ মে, ২০১৭

ছায়াসঙ্গী
জোনাকী আক্তার
তুমি তো আর তুমি নেই
মিশে আছো আঁধারে
ভীত সন্ত্রষ্ট আমি
তুমি আছো বলেই সেই আঁধারেই থাকি ।
তোমাকেই পথের পাথেয় ভেবে
সেই আঁধারে আলো খুঁজি ।
অবোধ আমি কত যে ভুল করি
ভুল করে ভুল পথে চলি ,
তুমি তো আমার ছায়া সঙ্গী হয়ে,
ক্ষীণ জ্যোতি হয়ে এগিয়ে চলার পথ দাও দেখিয়ে ।
তুমি তো আর তুমি নেই
মিশে আছো বিষন্নতায়,
একলা যখন কাটে বেলা
স্মৃতি হয়ে দাও দেখা ।
তোমার রেখে যাওয়া স্মৃতি কষ্ট দিলেও,
সময়ের চাকার গতি যখন থেমে যায় আমার কাছে,
তুমিই তখন অদৃশ্যভাবে থাকো পাশে ।
যত দূরেই থাক না কেন
আছো তুমি আমার ছায়া সঙ্গী হয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...