শুক্রবার, ২৬ মে, ২০১৭

আমি কষ্টে নেই
জোনাকী আক্তার
কষ্ট পেতে পেতে কষ্টগুলোর সাথে,
মিশে একাকার হয়ে গেছি,
এখন আর কষ্টকে কষ্ট মনে হয়না,
কষ্টগুলোকে এত বেশি সহ্য হয়ে গেছে
তুমি তা ভাবতেও পারবেনা ।
এক সময় তোমার অভিমানগুলো
কুঁড়ে কুঁড়ে কষ্ট দিতো।
একটা দিন কথা না বলায়,
অঝোরে ঝরতো কষ্টের জল দু'নয়ন বেয়ে ।
জানো তো খুব কষ্ট হতো
তোমার প্রতিটা অবহেলা ,
মাঝে মাঝেই দূরে চলে যাওয়ার ভয়টা ।
তোমাকে হারিয়ে ফেলার ভয়ে ,
তোমার থেকে দূরে থাকার ভয়ে ।
কত যে রাত কেটেছে নির্ঘুম ,
কত টা যে কষ্ট পেয়েছিলাম
তুমি তা ভাবতেও পারবেনা ।
যেদিন তুমি সত্যিই চলে গেলে,
সেদিন থেকে যেন পাথর হয়ে গেছি ।
তোমার জন্য , তোমাকে হারানোর জন্য
একদমই কষ্ট হয়না ।
কষ্টের বাণে জর্জরিত হয়েও
দিব্যি হাসতে পারি ,
চোখের জল ফেলেও
নির্বিঘ্নে বলতে পারি ,
আমি বেশ ভালো আছি
তুমি তা ভাবতেও পারবেনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...