শুক্রবার, ২৬ মে, ২০১৭


স্মৃতিচারণ
জোনাকী আক্তার

সময়ের কাছে আবদ্ধ আমি ,
তোমার কাছে স্বার্থপরতা ।
তারপরই এক দূর্ভেদ্য প্রাচীর.
যেনো কেউ কারো নই ।
কিন্তু দেখো , বিষন্ন বিকেল
ভাবনার প্রতীকে তোমার প্রতিচ্ছবি ,
না ভুলতে পেরেছো তুমি , না আমি ।
পিছুটান , আর কিছু স্মৃতি
মুক্তি দিবেনা তোমাকে কিংবা আমাকে
তবুও ভালো আছি , অনেক ভালো ,
মিথ্যার মুখোশে নিজেকে জড়িয়ে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...