শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭

আমি 
জোনাকী আক্তার
আমি এক বিন্দু শিশির
রোদ্দুরে শুকাই
আমি এক দমকা হাওয়া
হঠাত্‍ বহে যাই ।
আমি এক ভাসমান মেঘ
বৃষ্টি হয়ে ঝরে পড়ি,
আমি এক চাপা কষ্ট
হাসির আড়ালে লুকিয়ে রাখি ।
আমি এক অপ্সরীর তন্দ্রা
তন্দ্রাহীন আঁখিতে হয়ে যাই বিলীন ,
আমি এক ভোরে ফোটা ফুল
সূর্যাস্তে আমার শেষ পরিণতি ।
আমি এক বিতৃষ্ণা অনুভুতি
কারো কাম্য নয় বলে সদা অস্থায়ী,
আমি তো সেই
যার কোনো অস্তিত্ব তোমার মাঝে নেই ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...