বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭

ভালোবাসার ঘোর
জোনাকী আক্তার
তোমাকে দিবো বলে
ঘোর বর্ষণ মাথায় নিয়ে ,
বকুল ফুল এনেছিলাম পরম যত্নে ।
ফুলগুলোর মালা গেঁথেছিলাম
শুধু তোমাকে দিবো বলে ।
নাহ্, তোমাকে আর মালাখানা দেওয়া হয়নি।
কি করে দিবো বলো ?
মালা গাঁথা শেষ করে
বেড়িয়েছিলাম তোমার অন্বেষণে ,
পেয়েছিলাম তোমায় খোঁজে
কিন্তু তখন যে আর তুমি ছিলেনা ,
ছিলে অন্য কেউ, অন্য কারো ।
ফিরেছিলাম সেদিন চুপটি করে
নিরাশায় অশ্রু সিক্ত নয়নে।
কত আশা নিয়ে গিয়েছিলাম ছুটে
তোমার কাছে , তোমার ভালোবাসার জন্যে ।
নাহ্, তুমি কথা রাখোনি
ঠকিয়েছো আমায় তোমার ছলনায় ,
কাঁদিয়েছো মিথ্যা ভালোবাসায় ।
অন্ধ ছিলাম সেদিন,
ঘোর কেটেছে আমার ।
আজ বুঝতে পেরেছি
যা হবার নয় তা কখনোই হবেনা ,
মিছে তোমায় দোষ দিয়ে কি লাভ ?
আমার অদৃষ্টে যে তুমি ছিলে না ,
কি করে পাবো বলো ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...