সোমবার, ১১ জুলাই, ২০১৬


অঝোর ধারা বৃষ্টি গোনা
সন্ধ্যা আর আমি
মাঝখানেতে তিতির সোনা
প্রাণ গিয়েছে থামি ৷৷
ওপারেতে মুক্ত আকাশমেঘের আনাগোনা
এ-পারেতে মিটিমিটি
উষ্ণ আদর ছোঁয়া,
ওপারেতে কান্না ভেজা
বৃষ্টি মাদল গাওয়া ৷৷
এ-পারেতে মন খারাপি
সিক্ত আগল খোলা
ওপারেতে বৃষ্টি ফোঁটায়
বকুল গাঁথা মালা ৷৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...