রবিবার, ৪ জুন, ২০১৭

ব্যর্থ প্রেম
জোনাকী আক্তার
প্রেম কিংবা ভালোবাসায় ছিলোনা বিশ্বাস
মনে হতো কপোত কপোতীর পাশে থাকার মিছে আশ্বাস,
বন্ধুরা সব বলতো হেসে, তুই যো হৃদয়হীনা !
ভালোবাসার মূল্য তুই কখনোই বুঝবিনা।
তাদের কথা কতটা মিথ্যা ছিলো জানা ছিলোনা,
কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসে ছিলাম।
একটা ভালোবাসার ভাসিয়ে ছিলাম
সুখের দরিয়াতে অনন্তকালের জন্য,
তোমার সাথে কাটানো হয়নি অনন্তকাল
ক্ষণকালই ছিলে সেই তরীতে।
সুখের দরিয়া সেদিন কষ্টের নীলে মিশে গিয়েছিলো,
যেদিন তুমি ভাসতে ভাসতে চলে গেলে অন্য পাড়ে,
ভালোবাসলে সমস্ত প্রতিকুলতায় পাশে থাকা
এক সাথে বাধা বিঘ্ন অতিক্রম করা ।
তুমি তো তা করনি , দূরে চলে গেছো
একটা ছোট ঝড়েই পর হয়ে গেছো ,
ভালোবাসতে শিখেছো ঠিকই, কিন্তু মূল্য দিতে শিখোনি ।
জানার তীব্র ইচ্ছা হয় আজও
সত্যিই তোমার মাঝে হৃদয় বলতে কিছু ছিলো ?
নাকি আমিই ছিলাম হৃদয়হীনা ?
যদি তাই হতো, তবে তোমার ফিরার পথ চেয়ে
প্রতি ক্ষণ প্রতীক্ষায় থাকা হতো না ।
তোমার নিয়ে যে জগত্‍টা ছিলো
সেখানে আজও শূণ্যতার আর্তনাদ থাকতোনা।
তাতে কি ? ভালো তো আছো তুমি
আমি না হয় শূণ্যতার মাঝেই
বিলীন হয়ে যাবো কোনো একদিন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...