শুক্রবার, ৯ জুন, ২০১৭

আলেয়ার আলো
জোনাকী আক্তার
আমি কল্পনায় বেঁধেছি ঘর
পর কে করেছি আপন ,
আপন জনকে করেছি পর
ছিন্ন করে মায়ার বাধন ।
আমি স্বপনে ছুঁয়েছি তোমার হাত
নয়নে নয়ন রেখেছি তোমার,
গল্পে গল্পে কাটিয়েছি অজস্র রাত
প্রভেদ বুঝিনি আলো নাকি আধার ।
অবোধ আমি বেসেছি ভালো
অধরাকে কত চেয়েছি ধরতে,
তুমি তো আলেয়ার আলো
স্বপ্নগুলো বাস্তবায়িত করতে নেই যে আমার সাধ্যে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...