শনিবার, ১৭ জুন, ২০১৭




অভিমান
জোনাকী আক্তার
অভিমানে ছেঁয়ে গেছে দু'টি মন
মাঝে উঠেছে গড়ে বিচ্ছেদের প্রাচীর,
কিন্তু কেউ ভালো নেই
কাঁদে দু'টি প্রাণ কেউ বুঝেনা ।
প্রাচীরখানা ভেদ করে ছুঁতে চায়
কেউ পারেনা অভিমানের দায়ে।
অজানা কষ্ট চেপে কত রাত জাগে
বালিশ ভিজে অবাধের নোনা জলে ।
অবাধ্য মন ছুটে যায় অন্যপ্রান্তের মানুষটার কাছে,
নিজের অজান্তেই ইচ্ছা করে জানতে
তাকে ছাড়া কি করে কাটছে ?
জানা হয়না কখনোই আর,
সেই মানুষটা ভালো আছে ভেবে
গুটিয়ে নেয় নিজেকে শুধুই অভিমানে ,
কিন্তু কেউ ভালো নেই ।
ভালোবাসা ছেড়ে মানুষ ভালো থাকেনা,
ভালো থাকতে পারেনা ।
কিন্তু কেউ বুঝেনা কারো মনের কথা
দেখে না কেউ হৃদয়ের জমানো ব্যথা ।
ফিরেনা আর আপন নীড়ে,
শুধুই অজনা এক অভিমানের দায়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...