রবিবার, ২৮ আগস্ট, ২০১৬


চারপাশের কোলাহলগুলো থেমে গেছে ,
শুধু থামেনি কষ্ট করে নেওয়া শ্বাসটুকু ,
আর মাথায় বয়ে যাওয়া অসহ্য যণ্ত্রনা ।
হয়ত থামার কথা না ,
কষ্টের সবগুলো ধাপ বুঝাতে এদের ত্রুটি নেই ।
ইচ্ছা করে সব কষ্ট গুলো থেকে মুক্তি পেতে ,
সুস্হ বিবেকের মানুষগুলো পারেনা ,
স্বচ্ছায় মুক্তির পথ খোঁজে নিতে ।
অন্যের সাথে যেমন নিষ্ঠুর আর রূঢ় আচরন করে ,
নিজের সাথে আরো বেশি করে ।
তাই অবিরত বইয়ে বেড়ায় ,
কারো ভাঙ্গা প্রতিশ্রুতি নিয়ে ,
কারো অবহেলা সহ্য করে ।
হয়ত এভাবেই এক সময় হারিয়ে যাবে
না ফেরার দেশে ,
মিশে যাবে দূরে কোন এক নীল আকাশে


#অসমাপ্ত_নীল_কষ্ট
#Junaki

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...