বুধবার, ১০ আগস্ট, ২০১৬

কষ্টে থাকা মানুষ
Junaki Akter


কষ্টে থাকা মানুষ গুলোও এক সময় হাসতে শিখে যায় , 
যদিও তাদের হাসিতে আগের মত প্রাণ থাকেনা ।
তবুও তারা হাসে সবার সাথে ,
কখনো বা অতি কষ্টেও তারা হাসে ।
হয়তবা কষ্টগুলোকে ভুলে থাকতে , 
নয়তবা , কষ্টগুলো উপহাস করে তারা হাসে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...