বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬


তুমি নেই বলে
জোনাকী আক্তার

আমার ভালোবাসার নদীটা শুকিয়ে গেছে
এখন আর সাথে কারনে-অকারনে অভিমান করে
দু'কূল ছাপিয়ে অশ্রু ঝরেনা ।
নদীতে এখন আর রঙ্গিন স্বপ্নের তরী ভাসেনা ,
ভাসে শুধু ধুসর বর্ণহীন কষ্ট আর মৃত কল্পনা ।
যেন না এক পাওয়া কষ্টের স্তূপের চর ,
জানো তো , এভাবে নদীটার বয়ে চলা
কতটা কষ্টকর ?
তুমি নেই বলে
হৃদয়ের ভেতরটা যেন চৈত্রের খর রৌদ্রের দাবদাহে ,
আমার ভালোবাসার নদীটা শুকিয়ে গেছে ।
নদীতে আর প্রাণোচ্ছ্বল ঢেউগুলো নেই ,
চিরতরে শান্ত হয়ে গেছে
শুধু তুমি নেই বলে ॥



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...