বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

এক সময় ডায়েরী লিখা শখ ছিল অনেক । তাই একটা ডায়েরা লিখেছিলাম । ডায়েরীটার বেশি ভাগই লিখা ছিল অবাস্তব আর কল্পনার । কিছু জীবনের কথা , কিছু ভালোবাসার সাজানো স্বপ্নের কথা । ভেবেছিলাম , এভাবেই লিখে শেষ করব জীবনের বাস্তব আর অবাস্তব কথাগুলো দিয়ে । কিন্তু না , ডায়েরী লিখাটা শেষ হয়নি । হারিয়ে ফেলেছি আমার অসমাপ্ত ডায়েরীটা । হয়তবা হারিয়ে গেছে , নয়তবা কেউ নিয়ে গেছে । কখনো খোঁজার বা জানার সময় পায়নি । কেননা , আমিও যে আমার অবস্থান হারিয়ে ফেলেছি । কথনো আগের অবস্থানে ফিরার চেষ্টাও করিনি । হয়ত সেটারও সময় ছিলনা আমার হাতে ॥
আজ আবার লিখতে বসলাম । তবে কোনো অবাস্তব আর কল্পনা নিয়ে নয় ।খুবি বাস্তব জীবনের কথায় সাজাবো ।যেখানে থাকবেনা কোনো কল্পনার না পাওয়ার ব্যথা ।থাকবেনা কোনো হারানোর বেদনার কথা । সাজাবো দু:খগুলো থেকে সুখ খোঁজে নিয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...