শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬



Junaki Akter


সব সময় খেয়াল রাখা মানুষটি
এক সময় জীবন থেকেই হারিয়ে যায় ।
হয়ত নিজের কারনেই
নয়তবা কোন পরিস্থিতি মোকাবিলার জন্যই ।
তবুও তাকে ভুলা যায়না ,
শত চেষ্টা করেও ।
যে মানুষটির সাথে একটা দিন
কথা না বলে থাকা সব চেয়ে কষ্টকর ,
একটা সময় সেই মানুষটির সাথে কথা
না বলে দিনের পর দিন কেটে যায় ।
হয়ত কোন ব্যস্ততার কারনে ভুলে থাকা,
নয়তবা সময়ের বিবর্তনে ভুলে থাকার অভিনয় করা ,
যেন এক দৈনন্দিন তালিকা হয়ে যায় ।
হয়ত জীবন চলার পথে ,
দু'জনের পথ কখনো একি
গন্তব্যে এসে থেমে যায় ।
তখন আর কিছুই বলার থাকে না ,
শুধু ভালো আছো প্রশ্নটি করা ছাড়া ।
মাঝে মাঝে এই ছোট্ট প্রশ্নটির উত্তরও নিজের কাছে থাকেনা ,
ভালো আছি বলতে গিয়েই থেমে যেতে হয় ,
নিজের কাছে , নিজের ভেতরে বাস করা মানুষটির কাছে ।
আদৌ কি ভালো আছি ?
তবে কেন মিছে বলা ?
এর উত্তরটাও জানা থাকেনা ,
তবুও শুকনো একটা হাসি দিয়ে , বলতে হয়
ভালো আছি , অনেক ভালো
যেমন টা তুমি চেয়েছিলে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...