বুধবার, ১০ আগস্ট, ২০১৬

নি:শব্দ পদচারণ
Junaki Akter

শত কোলাহলের মাঝেও ,
তোমার নি:শব্দ পদচারণ অনুভব করি ।
ব্যস্ত সময়গুলোর মাঝেও ,
তোমার শূন্যতা বুঝতে পারি ।
যতই চেষ্টা করি তোমাকে ভুলে থাকব ,
ততই ব্যর্থ হই ভুলে যেতে ।
বল , আর কতটা স্বার্থপর হলে ,
তোমাকে ভুলতে পারব ???
আর কতটা নিজেকে নিয়ে ভাবলে ,
তোমাকে নিয়ে ভাবনা থেকে মুক্তি পাব ???


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...