বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

অনাকাঙ্খিত জীবন
জোনাকী আক্তার
**************************
জীবন সে তো বর্ণচোরা
কখনো রঙিন , কখনো বা সাদা মাটা
মেঘের পালকে ভর করে
ভেসে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
খর রৌদ্রের মাঝে , ঝড়বৃষ্টিতে ভিজে
প্লাষ্টিকের বোতল কিংবা অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস
সারাদিন ব্যাপী অনাহার-অর্ধাহারে সংগ্রহ করে
সাঁঝের বেলায় বিক্রি করে কয়েক টাকা সেরে।
এরাই সুশীল সমাজে টোকাই কিংবা পথ শিশু নামে অভিহিত
এদের পরিবার বলতে থাকে শুধুই মা;
কখনো অন্যের কাছে আশ্রিত
কারও আবার সেটুকুও নেই
দলবদ্ধ হয়ে রাত্রি যাপন করে রেলষ্টেশনে।
মাতৃ-পিতৃর স্নেহহীন বেড়ে উঠা শিশুগুলো
সমাজের মুখোশধারী লোকের অপশক্তি,
এদের দিয়েই টাকার বিনিময়ে হাতিয়ে নেয়
মাদক পাচার কিংবা সমাজদ্রোহী অপকাজ।
জীবনটা এদের বড্ড অনাকাঙ্খিত
অবহেলায় জর্জরিত জীবনে দু'মুঠো অন্নের বিনিময়ে জীবন বাজি রাখে,
স্রষ্টা তুমি হেফাজতে রেখো প্রতিটি পথশিশুকে
রোদ-বৃষ্টি-ঝড়ে আহার দিও , মাথার উপর ছাদ দিও রাত্রিকালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...