বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

বিবেকের দহন
জোনাকী আক্তার
*********************
এখনো ঘুমাচ্ছো?
এই যে কত আহাজারি চারপাশে,
বাতাসে বাতাসে আর্তনাদের ধ্বনি।
তুমি নাকি সাদা কাগজের বুকে কলম চষে-
ভালোবাসার ছলাকলা নিয়ে কত কিছু লিখো ?
ইচ্ছা কি করে না?
অন্যায়-অবিচার, অশৃঙ্খল আর অনিয়মের বিরুদ্ধে -
নির্দোষী নিরহদের চোখে অশ্রু ঝরার কথা লিখতে ?
তবে কিসের এত ঘুম তোমার ?
নাকি জেগে উঠতে ভয় পাচ্ছো ?
কিসের ভয়ে ঘুমন্ত তুমি,
অকালে প্রাণ হারানোর ভয়ে ?
যেখানে পদে পদেই মনে হয়
মৃত্যুর ফাঁদ পাতা ছড়ানো ছিটানো জাল,
সেখানে কি বাঁচার নিশ্চয়তা আছে?
অসংখ্য মৃতদের মিছিলের দাবী কি তুমি শুনতে পাচ্ছো না ?
জেগে উঠো তুমি-
নির্ভীক যোদ্ধার মত হাতে কলম তুলে নাও,
লিখনিতে ফুটিয়ে তুলো প্রতিটি
অন্যায়, অত্যাচারী জালিমের প্রতিচ্ছবি।
ভয় কিসে বলো ?
অসীর চেয়ে মসীর শক্তি বেশী
একদিন না একদিন শেষ হবেই
তোমার এ অঘোষিত যুদ্ধের ময়দান।
তাং-৩/০১/২০১৯ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...