বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

বলছি তোমায়
জোনাকী আক্তার
***************************
যদি তোমায় বলি....
হরেক রকমের উপমা অনুকরন করে
আমার রচিত কাব্যে তোমায় ছন্দ হতে,
বলো হবে কি অনিমেষ, বলো হবে কি ?
আমার আকাশ ডুবে আছে কালো মেঘে ঢেকে
আলোকের ছোঁয়ার জন্য যেন তৃষ্ণার্ত,
সেই আকাশে চাঁদ হয়ে জ্যোত্‍স্নার আলো বিলাতে
বলো পারবে কি অনিমেষ, বলো পারবে কি?
যদি তোমায় বলি....
আমার ভূবন জুড়ে যে শূণ্যতার বসবাস,
তোমার ছোঁয়ায় পূর্ণতায় ভরিয়ে দিতে
বলো দিবে কি অনিমেষ, বলো দিবে কি ?
এই যে আমার একলা পথ চলা
হোঁচট খেয়ে মাঝপথে কখনো থেমে যাওয়া,
ছায়াসঙ্গী হয়ে হাতটি ধরে পথের দিশারী হতে
বলো হবে কি অনিমেষ, বলো হবে কি ?
যদি তোমায় বলি.......
পাশে বসে হাতের উপর হাতটি রেখে,
সাতজনমের সাথী হয়ে আপন করে নিতে
বলো নিবে কি অনিমেষ, বলো নিবে কি?
কথার উপর কথা বলে কত কথায় বলে থাকি
কল্পে তোমায় সাজিয়ে যখন মনের কথা বলে ফেলি
তখন তুমি বিরক্ত হয়ে দূরে চলে যাবে নাতো
বলো যাবে কি অনিমেষ, বলো যাবে কি ?
Related image

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...