বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

বসন্ত বিদায়
জোনাকী আক্তার
****************************
বসন্ত তোমাকে জানাই বিদায়
ফের এসো ললনার হাতে
লাল- হলুদ ফুলের সমারোহে
রচিত ভালোবাসার তোড়ায়।
ফাল্গুনে ভ্রমরের ঘুম ভাঙানির গুনগুন গান,
চৈত্রের খর রৌদ্রের দাবদাহের লগ্নে
এক পশলা ঝড়ো হাওয়া হয়ে
তোমার আগমনীর বার্তা দিও জানান।
কোকিলের মৃদু মধুর কুহু তানে
প্রকৃতিতে সঞ্চারিত হয় নব প্রাণ,
যখন বসন্ত এসে ছুঁয়ে দেয় প্রকৃতি ললাটে
ফের এসো বসন্ত বাঙালির টানে।
আজ বিষন্ন বদনে ঝির ঝির হিমেল হাওয়ায়
জানাই বিদায় হে ঋতুরাজ,
বছর ঘুরে আবারও এসো ফিরে
সাজিয়ে পশলা নতুনত্বের ভালোবাসায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...