বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

বসন্তের আগমন
জোনাকী আক্তার
***********************
আজ বসন্ত এসে গেছে
কোকিলের গানে গানে,
গাছে-গাছে , শাখে-শাখে
পত্র-পল্লবে, পুষ্প-মঞ্জরিতে।
আজ প্রকৃতি সেজেছে নবরূপে
বাতাসে-বাতাসে মুকুলের গন্ধে,
পাখ-পাখালির কলতান ধ্বনিতে
মন নেচে উঠে বসন্তের উল্লাসে।
আজ বসন্ত এসে গেছে
কিশোরীর বাতাসের তালে-তালে
নৃত্য করা খোলা চুলে
হলুদের মাঝে লাল পেরে শাড়িতে।
আজ মুখরিত কোলাহলের মাঝে
আমি হারাতে চাই তোমার সাথে,
বসন্তের নয়নাভিরাম সাজ
আমি ছুঁতে চাই তোমায় নিয়ে।
রামধনুকের সাতরঙে রাঙিয়ে
আমিও জানিয়ে দিতে চাই,
আজ বসন্ত এসে গেছে
যদি তুমি থাকো পাশে ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...