মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

আমাদের ছোট্ট গাঁ
জোনকী আক্তার
*******************
শান্ত নিবিড় ছায়ায় ঘেরা আমাদের ছোট্ট গাঁ
শস্য - শ্যামল আর চির সবুজের মাঠ
জড়িয়ে যায় দৃষ্টি , যত যায় দেখা
এঁকে বেঁকে বয়ে যাওয়া মৃগী নদীর ঘাট ।
পিচঢালা মেঠো পথ , দুই ধারে গাছের সারি
গাঁ থেকে চলে গেছে শহরের মুখ পানে
থাকি যতই দূরে ইচ্ছা করে বার বার ফিরি
আমাদের ছোট্ট গাঁয়ে নাড়ীর টানে।
গাঁয়ের সহজ-সরল মানুষগুলোর জীবন
মানস পটে ভেসে ওঠা সদা হাস্য মুখ,
হৃদয়ের মাঝে গড়ে ওঠে দূর্ভেদ্য এক আত্মিক বন্ধন
রাখলে চরণ নিজ গাঁয়ে খোঁজে পাই পরম সুখ ।
চলে যাই গাঁ ছেড়ে জীবনের তাগিদে জীবিকার খোঁজে
কর্ম ব্যস্ত নগরীতে মিশে যাই,
অবসরে মন শিল্পীর মত রং তুলি দিয়ে আঁকে অন্তরাজ্যে
গাঁয়ে ফেলে আসা দিন যেনো ফিরে পাই ।
ভালো থাকুক গাঁয়ের পথ-ঘাট
শৈশবে ফেলে আসা দিন,
দুরন্তপনায় মেতে থাকা খেলার মাঠ
গাঁয়ের মানুষগুলোর মুখ থাকুক অমলিন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...