মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

নির্ঘুম রাত
জোনাকী আক্তার 
______________________

মধ্যরাত চারপাশের কোলাহল থেমে গেছে
দূর থেকে ভেসে ঝিঁঝিপোকার ডাক,
পথে নেই কোনো পথিকের পদচিহ্ন
যে যার আপন নীড়ে ফিরেছে ।
সবাই ঘুমের ঘোরে অচেতন
শুধু আমি একলা জেগে রই ,
রাতজাগা তারাগুলোর সাথে
জোনাকির মিটিমিটি আলো জ্বলা নেভা দেখে ।
জানি তুমিও পাড়ি দিয়েছো ঘুমের দেশে
হয়তো তুমি সুখনিদ্রায় সুখের স্বপ্নে বিমোহিত
কিন্তু স্বপ্ন দেখার ভয়ে
রাতগুলো নির্ঘুম কাটিয়ে দেয় ,
কারন আমি আর কোনো স্বপ্ন দেখতে চাইনা
যদি ঘুমের ঘোর কাটার সাথে
আবারো স্বপ্ন ভেঙ্গে যায় ।
আমি নতুন করে আর কষ্ট পেতে চাইনা ,
অনেক ঝরেছে চোখের জল
নতুন করে আর চোখের জল ঝরাতে চাইনা ।
যাচ্ছে কেটে এভাবেই কত নির্ঘুম রাত
কেউ রাখেনা তার হিসাব ,
বলেনা কেউ আর শাসনের স্বরে
ঢের হয়েছে রাত আর জেগোনা ।
সময়ের সাথে সাথে সবই বদলে যায়
যেমনটা বদলে গেছো তুমি
এমন কি আমিও বদলে গেছি ,
বদলে গেছে জীবনের দিক ,
সেই সাথে আমি ভাসি চোখের জলে
শুধু তুমিই সুখে থেকো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...