বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

একটি গল্প লিখবো
জোনাকী আক্তার
_______________________
অনেকদিন ধরে ভাবতেছি
একটা ছোট একটি গল্প লিখবো ,
কিন্তু আজ কাল করে করে
গল্পটা আর লিখা হয়ে ওঠেনা ।
কি নিয়ে লিখবো ভাবতে ভাবতেই
রাত পেরিয়ে যায় , দিন ফুরিয়ে যায়
গল্পকারদের গল্প হয় ভালোবাসার ,
বিরহের কিংবা সফলতার ।
কিন্তু আমি লিখবো স্বার্থপরতার
ভালোবাসা, বিরহ কিংবা সফলতার
কোনো গল্প আমার জানা নেই ।
স্বারপর মানুষদের দেখে দেখে
নিজের ভেতরে অজান্তে জন্মে ক্ষোভ আর অসহায়ত্ব ,
আমি লিখবো স্বীয় স্বার্থ হাসিলের জন্য
মানুষগুলোর কর্মকাণ্ডের গল্প ।
স্বল্প সময়ে পরিচয়েই হচ্ছে জনম দোসর
নিজের কার্য হাসিল হলেই
কেউ আর কাউকে চিনেনা, জনমের দোসর তখন হয় পর ।
স্বার্থের জন্যই বাসছে ভালো
কেউবা নির্দোষীকে করছে ঘৃণা ,
কেউবা স্বার্থের মোহে অন্ধ হয়ে
হাসতে হাসতে বসায় ছুরি
নিরহ মানুষের বুকে ।
আমি লিখবো সেই সব স্বার্থপরতার গল্প
অন্যের স্বার্থের কাছে হেরে গিয়ে
নির্যাতিত মানুষের ক্রন্দনের গল্প ,
প্রিয়জন হারানো মানুষের বুকে
জ্বলতে থাকা প্রতিহিংসার গল্প |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...