শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

মধুমিতা
জোনাকী আক্তার
******************
তোমার ফেরার পথ পানে চেয়ে 
চোখের জলে মুছে যায় চোখের কাজল
জানিনা তুমি কেমন আছো, আছো কোথায় লুকিয়ে... ?
জানো তো আমি, তোমায় ছাড়া অপূর্ণ-অচল ।


ভোর বেলায় পাখির কূজনে ঘুম ভেঙ্গে যায়
অচেতন মন বলে উঠে, এই বুঝি এলে
কষাঘাত করলে সদর দরজায়
নিরাশ হয়ে ফিরি দরজাটুকু মেলে।


বেলা বহে যায়, যায় সূর্যও অস্তাচলে এক সময়
কিন্তু তোমার কোনো পদচিহ্ন পড়েনা
তোমার আমার স্মৃতি জড়ানো এই আঙিনায় ,
আমাকে মধুমিতা বলে আর তো কেউ ডাকেনা ।


অনেক ইচ্ছা করে তোমার হাত ধরে
রেলপথ ধরে হেঁটে হেঁটে দূরের পথ পাড়ি দিতে ,
কিন্তু তুমি যে স্বার্থপরের মত করে
চলে গেলে একাই , পারলে না সাথে নিতে ?


অবুঝ মন বুঝতে চায়না
যে দিয়েছে পাড়ি অজানার পথে
সে যে আর কোনো দিনই ফিরবে না
তার যে আর নেই সখ্যতা কারো সাথে
অন্য কারো জন্য যে তার মন পুড়েনা ।


তাই তোমার প্রতীক্ষাতে থাকি
ফিরবে তুমি একদিন দেখা হবেই ,
সেদিনটাতে হয়তো থাকবেনা দেহে প্রাণ পাখি
আমিও তোমার সাথে যাবোই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...