মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭


একটা চিন্তা মাথায় বার বার ঘুরপাক খাচ্ছে । কেনো জানি মনে হচ্ছে , আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারবোনা । সময়ের ব্যস্ততার জন্য হয়তো ভুলে থাকতে পারবো , কিন্তু ভুল করেও ভুলে যেতে পারবোনা । যেদিন তোমাকে শেষ বারের মত বিদায় দিলাম। সেদিন খুব সহজেই বলেছিলাম , আমি পারবো তোমাকে ভুলে যেতে । কারন স্বার্থপর মানুষগুলো কখনো পিছুটান থাকতে নেই । আমিও সেদিন পিছুটান গুলো অবজ্ঞা করেছিলাম । কিন্তু তুমি বলেছিলে, পারবেনা কখনোই আমাকে ভুলে যেতে। আমি তোমার মস্তিষ্কের প্রতিটি কোষে মিশে গেছি। আমাকে ভুলে যাওয়া অতটা সহজ নয়। সব থেকে বড় কথা , তুমি আমাকে ভালোবাসো । মানুষ সবকিছু ভুলতে পারলেও , তার ভালোবাসাকে ভুলতে পারেনা । কখনোই পারা সম্ভব না। মনে করে দিবে বার বার একাকী বিকেল , মধ্যরাত , ঝুম বৃষ্টি । নীরবে শুনেছিলাম , কোনো মতে চোখের জল লুকিয়ে মিকি হাসি দিয়েছিলাম। তুমি বুঝেছিলে আমার অভিনয়টুকু । কিন্তু তোমার দায়িত্বের কাছে আর তোমার পরিবারের কাছে তুমি ছিলে আবদ্ধ । তোমার হয়তো অনেক কথায় বলার ছিলো । কিন্তু আবেগের কাছে হেরে যাওয়ার ভয়ে পালিয়ে গেলে। হয়তো একা থাকলে তোমার চোখ থেকেও বৃষ্টি নামবে। সবার আড়ালে ঝরবে। ছেলেদের যে কারো সামনে কাঁদতে নেই। নিথর মূর্তির মত চলে যেতে দেখছিলাম , ইচ্ছা করেছিলো শেষবারের মত বলতে love u more than thousands . নাহ , ইচ্ছাগুলোকে দমন করেছিলাম । ভালোবাসি বলার অধিকার তখন থেকেই ছেড়ে দিয়েছি। যখন তোমাকে অন্য পথের পথিক হতে বলেছিলাম। এছাড়া আর কোনো পথই ছিলোনা। তুমি আমি এমন এক নীতির কাছে আবদ্ধ ছিলাম , সেখানে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই ।আজ জানতে ইচ্ছা করছে , তুমি কি ভালো আছে ? হয়তো তুমি ভালো আছো , ভালোই থেকো ।আর আমি ... , আমার কথা বাদই দিলাম। স্বার্থপরা সব সময় ভালো থাকে । আমিও অনেক ভালো আছি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...