শুক্রবার, ৩০ জুন, ২০১৭

তবুও ভালোবাসবো
জোনাকী আক্তার
**************
ভালোবেসে যদি ভাসতে হয় চোখের জলে..
সেই জলে আমি অনন্তকাল ভাসবো,
ভালো যদি তুমি নাও বাসো .......
তুমি শুধু জেনে রেখো
তবুও তোমায় ভালোবাসবো।
তোমার জন্য যদি কষ্ট পেতে হয়
পর্বতসম কষ্ট আমি নিরবে সইবো ,
করবোনা কোনো অভিযোগ , চাইবোনা কৈফয়ত
তুমি শুধু জেনে রেখো
তবুও তোমায় ভালোবাসবো ।
যদি বলো চলে যাও
চলে যাবো অনেক দূরে
দিগন্ত থেকেও দিগন্তে পাড়ি জমাবো দূরের পথে,
আসবো না , আসবো না আর ফিরে
তুমি শুধু জেনে রেখো
তবুও তোমায় ভালোবাসবো ।

বুধবার, ২৮ জুন, ২০১৭

এক পশলা বৃষ্টি
জোনাকী আক্তার
******************************************
নীল কষ্টের পাহাড় জমেছে
ব্যথায় আর্তনাদ হৃদয়ের বেড়েই চলছে ..
আর আমি অপেক্ষায় থাকি
শুধুই এক পশলা বৃষ্টির ।
মুছে যাবে , ধুয়ে যাবে
সব জমানো স্মৃতি আর ব্যথা গুলো
আর আমি দেখবো চেয়ে
এই আমি কি সেই আগের মতই আছি ?
স্বল্প আঘাত পেয়ে যার দুচোখে বৃষ্টি নামতো ,
আঘাতের পর আঘাত সয়ে যাই ,
তবুও চোখের বৃষ্টির চিহ্ন নাই ।
আঘাত গুলো জমে জমে
মেঘ হয়ে ভাসছে ,
আর আমি অপেক্ষায় থাকি
শুধুই এক পশলা বৃষ্টির ।
নামবে ঢল দুচোখ বেয়ে
মনের সুখে কাঁদবো আমি ,
আমার যে সব সুখই অপূর্ণ
সুখের আশায় হৃদয় হয়েছে চূর্ণ-বিচূর্ণ ।
নামেনা ঢল , ঝরেনা বৃষ্টি
কি জানি , বৃষ্টিও তোমার মতই হবে হয়তো
ভুলে গেছে আমায় ,
আসেনা তাই, অতি কষ্টও
আমি হাসি মুখে সই ।
কি বা করার আমার
আমি যে এক অধমের চেয়েও অধম,
নির্বিকার আমি দর্শক হয়ে
শুধুই অপেক্ষায় থাকি এক পশলা বৃষ্টির ।

মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

যৌতুক
জোনাকী আক্তার
******************************
অজপাড়া গাঁয়ে থাকত এক দস্যি মেয়ে
মুক্ত আকাশে উড়ন্ত বিহঙ্গের মত ,
সারাবেলা কাটত যে তার পাড়ায় পাড়ায় ঘুরে,
কিশোরীর চাঞ্চল্যতা ছিলো সারা অঙ্গন জূড়ে ।
বাবার ছিলো চোখের মণি , দাদীর সঁই
হাসতো -খেলতো তাদের সাথে ভাব ছিলো খুবই ।
মা যে তার ছিলো না ঘরে
ছোট্টকালেই একা রেখে ,
চলে গেছেন পরপারে ।
মায়ের অভাব বুঝতো না সে
বাবাই যে ছিলো মা ।
কষ্ট হবে ভেবে আদরের দুলালীর
বাবাও তার নতুন করে বাঁধেনি ঘর।
বাবা যে তার শখ করে
বিয়ে দিলো এক বনেদীর ঘরে,
ধন-দৌলত ছিলো যে তাদের
ছিলো না'কো মনুষত্ব ।
বিয়েতে তারা চেয়েছিলো মোটা অংকের পণ ,
মেয়ের সুখের কথা ভেবে
কত যে কষ্ট করে জুটিয়েছিলো বাপধন ।
মেয়েটি আর সুখী হয়নি,
সুখ যে ছিলো না তার অদৃষ্টে ।
যতদিন ছিলো পণের মূল্য ,
ততদিনই পেল শশুড়ালয়ে যতন ,
তারপরই শুরু হয় অমানবিক নির্যাতন ।
কথায় কথায় বলতো তাকে
বাবার থেকে পণ আনতে ।
মেয়েটি কভু চায়নি দেখতে,
চোখের সামনে বাবার স্বর্বস্ব হারাতে ।
নীরবে সব সয়ে নিতো জল ফেলতো আড়ালে,
নির্যাতনের হার বাড়িয়ে দিলো ,
তবুও যখন সয়ে চুপটি করে থাকলো
পাষণ্ড স্বামী মেতে উঠলো
নির্মম হত্যাযজ্ঞে ,
অবশেষে আর সইতে না পেরে চলে যায় পরপারে।
বিচারের জন্য পাগলের মত বাবা ঘুরেছিলো দ্বারে দ্বারে ,
হয়নি বিচার ছিলো না যে প্রমাণ,
তাই বাবাও ছেড়ে চলে গেলো বুকে পৃথিবী নিয়ে অভিমান ।

শনিবার, ১৭ জুন, ২০১৭




অভিমান
জোনাকী আক্তার
অভিমানে ছেঁয়ে গেছে দু'টি মন
মাঝে উঠেছে গড়ে বিচ্ছেদের প্রাচীর,
কিন্তু কেউ ভালো নেই
কাঁদে দু'টি প্রাণ কেউ বুঝেনা ।
প্রাচীরখানা ভেদ করে ছুঁতে চায়
কেউ পারেনা অভিমানের দায়ে।
অজানা কষ্ট চেপে কত রাত জাগে
বালিশ ভিজে অবাধের নোনা জলে ।
অবাধ্য মন ছুটে যায় অন্যপ্রান্তের মানুষটার কাছে,
নিজের অজান্তেই ইচ্ছা করে জানতে
তাকে ছাড়া কি করে কাটছে ?
জানা হয়না কখনোই আর,
সেই মানুষটা ভালো আছে ভেবে
গুটিয়ে নেয় নিজেকে শুধুই অভিমানে ,
কিন্তু কেউ ভালো নেই ।
ভালোবাসা ছেড়ে মানুষ ভালো থাকেনা,
ভালো থাকতে পারেনা ।
কিন্তু কেউ বুঝেনা কারো মনের কথা
দেখে না কেউ হৃদয়ের জমানো ব্যথা ।
ফিরেনা আর আপন নীড়ে,
শুধুই অজনা এক অভিমানের দায়ে ।

বুধবার, ১৪ জুন, ২০১৭



ছিন্ন মুকুল
জোনাকী আক্তার
চোখের কোণে জল জমিয়ে রাখতে রাখতে
কষ্টের স্তুপ বাড়ছে দিনে দিনে,
ভুলতে বসেছি নিজেকে,
কাটানো সেই অনাবিল সুখের দিনগুলোকে ।
ইচ্ছা হয় প্রচন্ড সব কষ্ট ভুলে
মনের ভেতর গড়ে ওঠা জড়তাগুলো ঝেড়ে,
অট্ট হাসিতে লুটিয়ে পড়তে ।
ইচ্ছা হয় বলতে তোমায়,
দেখে যাও অনিমেষ
আমিও হাসতে পারি বেশ ।
এটাই তো চাও তুমি
তোমাকে ভুলে নতুন জীবন গড়ি ।
তোমার আমার মাঝে হয়তো
এখানেই তফাত্‍
পিছুটান গুলো কে পায়ে ঠেলে
তুমি চলছো তোমার আপন গতিতে,
কিন্তু আমি পদে পদে ফিরে আসি ফেলে রাখা স্মৃতিতে।
তুমি আমি দুই মোহনায়
আমার ভাবনা এখনো তোমাকেই ঘিরে,
কিন্তু তোমার ভাবনার ত্রিসিমানায় আমি নাই ,
আছে এখন অন্য কেউ ।
সময়ের গতির সমানুসারে,
তোমার মত করে নিজেকে বদলে ফেলে ।
ইচ্ছা করে বলতে তোমায়
দেখে যাও অনিমেষ
আমিও আছি তোমাকে ছাড়াই বেশ ।

রবিবার, ১১ জুন, ২০১৭

প্রণয়ের দাবি
জোনাকী আক্তার

শুনবে কি তুমি আমার অবুঝ মনের কথা
শুধু একটি বার আমি তোমায় বলতে চাই ,
তোমার ওই মন্ত্রমুগ্ধ ভালোবাসার ছায়াতলে
আমি একবার তোমার বসতে চাই
শত লাজ ভুলে তোমার হাতটি
একটি বার ছুঁতে চাই ।
তোমার ভুবনজয়ী হাসিতে
আমি বার বার প্রেমে পড়তে চাই
তোমার বিশ্বস্ত দু'নয়নে
আমি আমার স্বর্গ খোঁজতে চাই।
তুমি রেখো বাহুডোরে যতদিন আছে শ্বাস
তোমাতেই বাঁচবো আমি , তোমাতেই হবো নাশ।
তোমাকে আজীবন ভালোবাসতে দিও
বাসতে হবে না ভালো , আমার শত ভাগের এক ভাগও ।
তুমি শুধু তোমার পাশে থাকতে দিও
আমার না কথা গুলো বুঝে নিও
যদি এক বিন্দু কষ্ট পাও
আমায় শত সিন্ধু দিও ।
তবুও কখনো করোনা পর
দিওনা আঘাতের নিমিত্তে দূরে সরিয়ে ।
সব অভিমান ভুলে আপন করে নিও
সঙ্গীহীনতায় যখন অশ্রু ঝরবে
তখন শুধু পাশে থেকো ,
তোমার পাশে থাকবো ছায়া হয়ে ।
তোমার প্রতি এ আমার অনুরোধ নয়
এ যে আমার প্রণয়ের দাবি ।

শুক্রবার, ৯ জুন, ২০১৭

বৃষ্টি বিলাস
----------------

রিম রিম শব্দে
অবিরত বর্ষণ ,
দেখবে না কেউ
আমার নোনাজল ।
ভিজবো আমি ,
কাঁদবো আমি ,
কেউ দেখবেনা
কেঁদেছিলাম কত খানি ?

আলেয়ার আলো
জোনাকী আক্তার
আমি কল্পনায় বেঁধেছি ঘর
পর কে করেছি আপন ,
আপন জনকে করেছি পর
ছিন্ন করে মায়ার বাধন ।
আমি স্বপনে ছুঁয়েছি তোমার হাত
নয়নে নয়ন রেখেছি তোমার,
গল্পে গল্পে কাটিয়েছি অজস্র রাত
প্রভেদ বুঝিনি আলো নাকি আধার ।
অবোধ আমি বেসেছি ভালো
অধরাকে কত চেয়েছি ধরতে,
তুমি তো আলেয়ার আলো
স্বপ্নগুলো বাস্তবায়িত করতে নেই যে আমার সাধ্যে ।

রবিবার, ৪ জুন, ২০১৭

ব্যর্থ প্রেম
জোনাকী আক্তার
প্রেম কিংবা ভালোবাসায় ছিলোনা বিশ্বাস
মনে হতো কপোত কপোতীর পাশে থাকার মিছে আশ্বাস,
বন্ধুরা সব বলতো হেসে, তুই যো হৃদয়হীনা !
ভালোবাসার মূল্য তুই কখনোই বুঝবিনা।
তাদের কথা কতটা মিথ্যা ছিলো জানা ছিলোনা,
কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসে ছিলাম।
একটা ভালোবাসার ভাসিয়ে ছিলাম
সুখের দরিয়াতে অনন্তকালের জন্য,
তোমার সাথে কাটানো হয়নি অনন্তকাল
ক্ষণকালই ছিলে সেই তরীতে।
সুখের দরিয়া সেদিন কষ্টের নীলে মিশে গিয়েছিলো,
যেদিন তুমি ভাসতে ভাসতে চলে গেলে অন্য পাড়ে,
ভালোবাসলে সমস্ত প্রতিকুলতায় পাশে থাকা
এক সাথে বাধা বিঘ্ন অতিক্রম করা ।
তুমি তো তা করনি , দূরে চলে গেছো
একটা ছোট ঝড়েই পর হয়ে গেছো ,
ভালোবাসতে শিখেছো ঠিকই, কিন্তু মূল্য দিতে শিখোনি ।
জানার তীব্র ইচ্ছা হয় আজও
সত্যিই তোমার মাঝে হৃদয় বলতে কিছু ছিলো ?
নাকি আমিই ছিলাম হৃদয়হীনা ?
যদি তাই হতো, তবে তোমার ফিরার পথ চেয়ে
প্রতি ক্ষণ প্রতীক্ষায় থাকা হতো না ।
তোমার নিয়ে যে জগত্‍টা ছিলো
সেখানে আজও শূণ্যতার আর্তনাদ থাকতোনা।
তাতে কি ? ভালো তো আছো তুমি
আমি না হয় শূণ্যতার মাঝেই
বিলীন হয়ে যাবো কোনো একদিন ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...