বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

ভালোবাসার কাঙালিনী
জোনাকী আক্তার

কিছু অভিযোগ , কিছু অভিমান
জমা হয় হৃদয়ের মাঝে ,
বাড়িয়ে দেয় আরও রিক্ততা
কারনে অকারনে অবহেলায় সকাল সাঝে ।

কেন এত নিষ্ঠুরতা বলবে কি
কোন ভুলে বলো তুমি এত ছল চাতুরতা ?
তুমি ভুল , আমি ভুল , মনের ভুল
সবই ভুলে ভরা এক গোলক ধাঁধাঁ ।
পারবে কি তুমি সব ভুল শুধরে
পুরনো সেই জীবন ফিরিয়ে দিতে ,
যেখানে ছিলো না কোনো রিক্ততা
তোমাকে হারানোর ভয়ে অশ্রু সিক্ততা ।

যদি নাই বা পারো
তবে শুধু একটু ভালোবাসা দিও ,
এর চেয়ে বেশি কিছু চাইনা আমি
তোমার ভালোবাসার মাঝেই স্বর্গ-মর্ত্যের সুখ খোঁজে নিবো ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...