বুধবার, ১ মার্চ, ২০১৭

প্রণয়ের পরিণতি
জোনাকী আক্তার

আমার দিন কাটে তো রাত কাটেনা ,
রাত কাটে তো দিন কাটেনা ,
তুমি ছাড়া একা একা ॥

আমায় যে চারপাশ ঘিরে রেখেছে
শূণ্যতার পৈশাচিক করুণ খেলা ,
ভালো লাগেনা কোনো কিছু তুমি ছাড়া ॥

কষ্ট গুলোকে সঙ্গী করে
একলা পথ চলতে চাওয়া ,
তুমি নেই বলে কখনো মাঝ পথেই যাওয়া ॥

দিন-রাত সুখে না থাকায়
তোমার রেখে যাওয়া স্মৃতি হাতরে
স্বল্প সুখের জন্য কাতর হয়ে পড়া ।

মধ্যরাতে যখন ঘুম না আসে
দূর আকাশের পানে তাকিয়ে ,
তোমার-আমার একই ছাদ মনে করা ॥

এই যদি আমার ভালো থাকা হয়
তবে আমিও বলবো অট্টহাসিতে,
আমিও আছি বেশ
দেখে যাও নিখিলেশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...