শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

প্রণয়
জোনাকী আক্তার

তোমার প্রতীক্ষায় কত শত মুহূর্ত কেটে যায়
কত প্রহর নিদ্রহীন ভাবে,
তুমি এসো একটি বারের জন্য
কোনো এক ঝিরঝির বাতাসে
মৃদু জ্যোত্‍স্নার আলোয় আলোকিত রাতে ।
কাটিয়ে দিবো সারা রাত তোমার পাশে বসে ,
কখনো ঝিঁঝিঁর ডাক আর সমস্ত নির্জনতা কে উপেক্ষা করে
মনের সব বাধা অতিক্রম করে বলব ভালোবাসি ।
শুধু তুমি এসো কোনো এক জ্যোত্‍স্না ঘেরা রাতে ,
রাত জাগা জোনাকিদের মেলায়
মেতে উঠবো দু'জনেই নীলাভ আলোর জ্বলা-নেভা খেলায় ॥
শুধু তুমি এসো মায়াবী জ্যোত্‍স্নায় ঘেরা রাতে
চোখে চোখ রেখে স্বপ্ন সাজাবো,
স্বপ্নে থাকবে ভালোবাসায় গল্প গাঁথা
যদি তুমি আসো অনন্তকালের জন্য ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...