বুধবার, ১ মার্চ, ২০১৭



তোমরাই আমার অহংকার 
জোনাকী আক্তার
জোনাকী আক্তার


বাংলা মায়ের দামাল ছেলে ,
তোমরাই আমার অহংকার ।
মায়ের ভাষায় নির্ভয়ে কথা বলার জন্য ,
বুকের তাজা রক্ত দিয়েছিলে ।
সব ভয়কে পায়ে ঠেলে
নেমেছিলে রাজপথে ,
বজ্র কণ্ঠে সমস্বরে জানিয়েছিলে দাবি ,
মাতৃভাষা বাংলা চাই ।
তোমরা সেদিন মায়ের মতই,
বাংলা ভাষাকেও ভালোবেসেছিলে বলেই
আজও মায়ের কুলে মাথা রেখে,
নির্ভয়ে কথা বলতে শিখা ।
অর্ধ শত বছর পেরিয়ে গেলেও
তোমাদের এক সাগর রক্ত দানের কথা ভুলিনি ।
ভুলিনি আমরা তোমাদের উপর
হায়েনাদের নির্মম বর্বরতার কথা ।
কি করে ভুলবো বলো ?
আজও যে বাংলার মাটিতে
তোমাদের শরীর থেকে ঝরা রক্ত মিশে আছে ।
কি করে ভুলবো বলো ?
তোমাদের হাসি মুখে রক্ত দানের কথা ।
কি করে ভুলবো বলো ?
আজও যে শুনতে পাই কান পেতে
শত শত মায়ের সন্তান হারানোর আহাজারি ।
ভুলিনি আমরা , ভুলবোনা কোনদিন
যতদিন বাংলার মাটি আছে ,
যতদিন একুশ আছে ।
তোমরা বেঁচে থাকবে আমাদের হৃদয়ের মাঝে ,
অগণিত শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...