রবিবার, ১৯ মার্চ, ২০১৭

মেঘাচ্ছন্ন
জোনাকী আক্তার

শূণ্যতায় ছেঁয়ে যায় নির্ঘুম রাতগুলো
নিস্তব্ধতা গুলো মনে করিয়ে দেয়,
তুমি আর নেই পাশে
হারিয়ে গেছো সময়ের স্রোতে ভেসে ।

আকাশের বুকে সাদা মেঘের লুকোচুরি খেলা গুলো
মনের আকাশে ছিল রঙিন স্বপ্নগুলোর মত ,
আকাশটা আজ কালো মেঘের জমাট বাঁধা,
অন্ধকারাচ্ছন্ন চারপাশটা ফিরিয়ে দেয়
স্বপ্ন ভাঙার যণ্ত্রনাময় মুহূর্তটাকে ।

মেঘগুলো হয়তো বৃষ্টি হয়ে ঝরে পড়বে
আকাশটাকে আবার আগের মতই দেখাবে,
মনের আকাশের কষ্টগুলোও অশ্রু হবে
ঝরবে অঝোরে আঁখি বেয়ে ।

কিন্তু কখনোই তো আর কষ্ট মুক্ত হবেনা
দিন রাত তুমি কষ্টই দিয়ে গেছো ,
একটু ভালোবাসার ছোঁয়া দিয়ে
অন্তহীন জলন্ত চিতা আমায় দিয়েছো ।

পুতুলের ন্যায় খেলেছো তুমি
নিজের মত করে সাজিয়ে ,
আবার তুমিই ভেঙেছো সব কিছু ,
ভাঙা-গড়ার খেলায় আজ তুমিই জয়ী
আমি পরাজিত তোমার কাছে ।

আমার পরাজয় টা কেনো জানো
আমার ভালোবাসায় কোনো খাঁদ ছিলোনা ,
তার বিনিময়ে যে তুমি
শূণ্যতায় ভরিয়ে দেবে আমায়
সেটা কখনোই ছিলোনা আমার কল্পনায় ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...