সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

অর্থহীন ভালোবাসা
জোনাকী আক্তার

জানো তো অনিমেষ ,
তোমার চলে যাওয়ার পরেও-
আমার আনমনা মন আজও
তোমায় নিয়ে অপূর্ণ কল্পনায় মত্ত থাকে ।
এলোমেলো ভাবনাগুলোতে
তোমার যে দিবা-নিশি বিচরণ ।
জানো তো অনিমেষ,
বড্ড ইচ্ছা করে উত্তাল ঢেউয়ের মত
দুকূল ছাপিয়ে তোমার হৃদয় ভরিয়ে দেয়,
এক স্বর্গীয় ভালোবাসা দিয়ে ।
জানো তো অনিমেষ,
খুবই ইচ্ছা করে তোমার আমার মাঝে,
বিভেদের দেওয়াল ভেদ করে
তীব্র জ্যোতির বেগে ছুটে যায়
তোমার কাছে একটু ভালোবাসার পরশ নিতে ।
জানো তো অনিমেষ ,
পড়ন্ত বিকেলে যখন খুবই একা লাগে
ইচ্ছা করে তোমায় হাত ধরে ,
ব্যস্ত আর চাঞ্চল্য নগরীর শেষ প্রান্তে
তোমার সাথে কিছুটা সময় কাটাতে
ছায়ায় শীতল শান্ত গাঁয়ের মেঠো পথে
সবুজে ঘেরা সুনীল আকাশটার নিচে ,
তোমার কাঁধে মাথা রেখে
সুখ খোঁজে নিতে ।
তুমি নেই তবুও তোমায় অবুঝ মনের কত স্বপ্ন আঁকা ,
কখনো বর্ণহীন আবার কখনো সাত রঙেই সজ্জিত ।
কষ্ট হয় অনেক যখন মনে হয়
স্বপ্নগুলো অপূর্ণই থাকবে,
নিজেকে বড় বেশি অসহায় লাগে
তুমি তো আমার ধরা ছোঁয়ার বাইরে ।
তবুও তোমায় ভালোবাসি-
হয়ত ভালোবাসার জন্যই তোমাকে ভালোবাসা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...