বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

রাঙাবো তোমায় ভালোবাসা দিয়ে
জোনাকী আক্তার

যদি তুমি আসো ফিরে
সাজিয়ে নিবো নিজেকে নতুন করে ,
ভরিয়ে দিবো তোমায় ভালোবাসা দিয়ে
বসন্তের নতুনত্বের রঙিন পরশ নিয়ে ॥

যদি তুমি আসো ফিরে
রক্তিম কৃষ্ণ চূড়ার ফুলের মত
রাঙাবো তোমায় ভালোবাসার রং দিয়ে
মনের মাধুরী মিশিয়ে ।

যদি তুমি আসো ফিরে
ফুলে ফুলে উড়ে যাওয়া প্রজাপতির ডানায়
মিশে যাবো দু'জনে কল্পকথায় ।
হারাবো দু'জনে কোন এক অজানা পথে
পাখির কলতানে মুখরিত গোধূলী লগ্নে ।

যদি তুমি আসো ফিরে
পলাশ ফুলের মালা গেঁথে দেবো তোমায়
একরাশ রজনীগন্ধা ফুলে সুরভে সুরভিত করে
স্বর্গীয় ভালোবাসা করব সমর্পন তোমার হৃদমাঝারে ।

শুধু তোমার জন্য কত শত স্বপ্ন রেখেছি সাজিয়ে
ভালোবাসার পসরা দিয়ে হৃদ প্রকোষ্ঠে
আসবে কি ফিরে বসন্তের আমন্ত্রণে ,
নাকি খালি হস্তে দিবে ফিরিয়ে
অবজ্ঞা আর অবহেলার স্বরে ।
যদি নাই বা আসো সব আশা যে হবে বৃথা
বুঝবে কি তুমি আমার মনের ব্যথা ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...