রবিবার, ২৮ আগস্ট, ২০১৬


চারপাশের কোলাহলগুলো থেমে গেছে ,
শুধু থামেনি কষ্ট করে নেওয়া শ্বাসটুকু ,
আর মাথায় বয়ে যাওয়া অসহ্য যণ্ত্রনা ।
হয়ত থামার কথা না ,
কষ্টের সবগুলো ধাপ বুঝাতে এদের ত্রুটি নেই ।
ইচ্ছা করে সব কষ্ট গুলো থেকে মুক্তি পেতে ,
সুস্হ বিবেকের মানুষগুলো পারেনা ,
স্বচ্ছায় মুক্তির পথ খোঁজে নিতে ।
অন্যের সাথে যেমন নিষ্ঠুর আর রূঢ় আচরন করে ,
নিজের সাথে আরো বেশি করে ।
তাই অবিরত বইয়ে বেড়ায় ,
কারো ভাঙ্গা প্রতিশ্রুতি নিয়ে ,
কারো অবহেলা সহ্য করে ।
হয়ত এভাবেই এক সময় হারিয়ে যাবে
না ফেরার দেশে ,
মিশে যাবে দূরে কোন এক নীল আকাশে


#অসমাপ্ত_নীল_কষ্ট
#Junaki

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬



Junaki Akter


সব সময় খেয়াল রাখা মানুষটি
এক সময় জীবন থেকেই হারিয়ে যায় ।
হয়ত নিজের কারনেই
নয়তবা কোন পরিস্থিতি মোকাবিলার জন্যই ।
তবুও তাকে ভুলা যায়না ,
শত চেষ্টা করেও ।
যে মানুষটির সাথে একটা দিন
কথা না বলে থাকা সব চেয়ে কষ্টকর ,
একটা সময় সেই মানুষটির সাথে কথা
না বলে দিনের পর দিন কেটে যায় ।
হয়ত কোন ব্যস্ততার কারনে ভুলে থাকা,
নয়তবা সময়ের বিবর্তনে ভুলে থাকার অভিনয় করা ,
যেন এক দৈনন্দিন তালিকা হয়ে যায় ।
হয়ত জীবন চলার পথে ,
দু'জনের পথ কখনো একি
গন্তব্যে এসে থেমে যায় ।
তখন আর কিছুই বলার থাকে না ,
শুধু ভালো আছো প্রশ্নটি করা ছাড়া ।
মাঝে মাঝে এই ছোট্ট প্রশ্নটির উত্তরও নিজের কাছে থাকেনা ,
ভালো আছি বলতে গিয়েই থেমে যেতে হয় ,
নিজের কাছে , নিজের ভেতরে বাস করা মানুষটির কাছে ।
আদৌ কি ভালো আছি ?
তবে কেন মিছে বলা ?
এর উত্তরটাও জানা থাকেনা ,
তবুও শুকনো একটা হাসি দিয়ে , বলতে হয়
ভালো আছি , অনেক ভালো
যেমন টা তুমি চেয়েছিলে ।


বুধবার, ২৪ আগস্ট, ২০১৬


ভালবাসার কদমতলা...

দিন দিন প্রতিদিন,প্রতিটা বৃষ্টির দিন
তোমার অপেক্ষাতে রয়েছি বিলীন।
যদি হয় ইচ্ছেরা বেসামাল,
তবে তুমি এসো এক বরষায়।
আমি আছি বসে পথ চেয়ে তোমারি কামনায়,
তুমি চলে এসো এক ভরা বর্ষায়।
ভিজব দোজনায়, মিশব দোজনায় ভাসব দোজনায়।
তুমি এসো,তুমি চলে এসো এক অজানা বর্ষায়
ভালবাসার কদমতলায়।




সোমবার, ২২ আগস্ট, ২০১৬

স্বপ্ন
জোনাকী আক্তার

একটা ছোট্ট নীড় বুনেছিলাম তোমাকে নিয়ে আমার ভাবনা আর ভালোবাসা দিয়ে , ছোট্ট নীড়ে ছোট ছোট পায়ে সর্বত্র বিচরণ আর আধো আধো স্বরে থাকবে সদা কলতান । তোমার দেওয়া কথা তুমি রাখোনি স্বপ্নটাকে তুমি গুঁড়েবালি করে দিয়েছ , নীড়টিকে তুমি ভালোবাসায় ভরিয়ে দিতে পারনি অবহেলায় আর শূণ্যতায় ভরিয়ে দিয়েছ । হয়ত আমার সাজানো স্বপ্নগুলো তোমার কাছে ছিল নিতান্তই ছেলেমানুষী , তাই পেরেছ ভুলে যেতে তোমার সাথে কাটানো দিনগুলো তাই বুঝনি কতটা গভীরতা আর ভরসা নিয়ে বলেছিলাম ভালোবাসি ।
#একলা_পথের_পথিক

সোমবার, ১৫ আগস্ট, ২০১৬



মিনতি আমার
-------Junaki Akter
তোমার মনের বিশাল আকাশে
দেবে কি আমাকে হারাতে সেথায়,
তোমার হৃদয়ের ছোট্ট নীড়ে
আমার জন্য একটা আসন চাই ।
বলো দেবে কি আমায় ?
তোমার মনে একটু ঠাঁই ।
তোমার সাথে অজানা পথে
হাতে হাত রেখে হারিয়ে যেতে চাই ,
ক্লান্ত হলে পথের শেষে
ছায়ার বেশে আমার পাশে তোমাকে যেন পাই ।
বলো দেবে কি আমায় ?
তোমার মনে একটু ঠাঁই ।
তোমার হৃদয়টাকে হৃদয়ের সব ভালোবাসার দিয়ে
ভরিয়ে দিতে চাই ,
তোমাকে নিয়ে অজস্র রঙিন কল্পনা দিয়ে
স্বপ্ন বুনতে চাই ।
বলো দেবে কি আমায় ?
তোমার মনে একটু ঠাঁই ।
#কাঙালিনী




শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

নদীর জলে ভাসিয়ে দিতে ইচ্ছা করে ,
কষ্টগুলোকে বানিয়ে ভেলা ।
পারিনা ভাসাতে কষ্টের ভেলা ,
তাই নিজেই ভেসে যাই অকুল দরিয়াতে ॥

প্রতিটা মানুষ চায় তার ভালোবাসার মানুষটির ,
অবসর সময়টুকু তার সাথেই কাটুক ।
প্রতিটা মানুষের একটু চাওয়া থাকে ,
তার ভালোবাসার মানুষটি তাকে একটু বুঝুক ॥
ভালোবাসার মানুষটি তার হাত ধরে ,
সারাজীবন তার পাশে থাকুক ।
ভালোবাসার মানুষটির কাছে ,
অনেকের এই চাওয়াটুকুই পূরণ হয়না ।
যদিও খুব বেশি চাওয়ার নেই তাদের ,
তবুও অপূরণীয় থেকে যায় ।

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬


ভালোবাসি মা তোমায়
Junaki Akter

আমি খোঁজেছি ভালোবাসা মেঘলা আকাশ থেকে ,
ঝরে পড়া অঝোর শ্রাবণ ধারায় ।
আমি দেখেছি ভালোবাসা শীতের সকালে ,
ঘাসের বুকে জমে থাকা শিশিরের কণায় ।
ভেবেছি এই বুঝি অনন্তকালের চিরস্থায়ী ভালোবাসা ,
কিন্ত না, আমার ধারণা ছিল পুরোটাই ধোঁয়াশা ।
সব ভালোবাসার বিচরণ ছিল ক্ষণিকের ॥
হন্যে হয়ে খুঁজেছি আমি কোন এক অজানা মায়াজালের টানে ,
শুধু একবিন্দু অনন্তকালের ভালোবাসার অভিলাষে ।
যেথায় দেখেছি , যেথায় খুঁজেছি
সবই বুঝেছি ক্ষণিকের ভালোবাসার অতিথি ।
খুঁজা হয়না ভালোবাসা মায়ের লুকানো অশ্রুজলে ,
বুঝা হয়নি কতটুকু ভালোবাসা লুকানো আছে মায়ের আঁচলে ?
অদম্য এক ভালোবাসার পরশ পেয়েছি ,
আমি মায়ের আঁচলের তরে ।
হারিয়ে ফেলেছি নিজেকে বার বার ,
মায়ের সকল ভালোবাসার ভীরে ।

amio parbo vole jete
Junaki Akter

খুব তো বলেছিলে , তোমার জীবন থেকে সরে যেতে ।
আজ দেখো , তোমার থেকে কত দূরে চলে আসছি ।
শত চেষ্টা করেও এখন ফিরাতে পারবেনা ।
পারবেনা কখনোই আর তোমার মায়াজালে আবদ্ধ করতে ।
এবার খুশি হয়েছো তো ???
বার বার তোমাকে ভুলে যেতে বলেছ ,
আজ দেখো , তোমাকে মনে করার মত অবকাশ নেই আমার ।
আমিও যে তোমার মত ব্যস্ত হতে শিখে গেছি ।
শিখে গেছি তোমার মত অভিনয়টাও ।
তাই হাসির আড়ালে লুকানো চোখের জল সবার অদেখায় থেকে যায় ।
তবুও তোমায় ভুলে যাব চিরদিনের মত ,
কখনোই আর পিছু ফিরবনা ।
এবার খুশি তো তুমি ........??

কিছু মানুষ
Junaki Akter


কিছু মানুষ আছে , যারা কাউকে ভালোবাসতে পারেনা ।
কারো ভালোবসার মুল্য দিতে পারে না ।
বুঝেনা ভালোবাসার মানে ।
হয়ত বুঝার চেষ্টা করেনা ।
শুধু পারে মানুষগুলোকে সযত্নে কষ্ট দিতে ।
হয়ত মানুষদের কষ্ট দিয়েই ,
তারা অপার আনন্দ পায় ।
এই মানুষগুলো খুবই স্বার্থপর হয় ।
তারাই সুখী মানুষ নামে পরিচিত।
কারো দেওয়া কষ্ট তারা , কষ্ট মনে করেনা ।
হয়ত তাদের দলে আমিও একজন ॥



যে মানুষটির সাথে একদিন কথা না বলে থাকা যায়না , 
এক সময় সেই মানুষটির সাথে আর কথা হয়না ।
দিনের পর দিন কথা না বলে কেটে যায় ॥
যে মানুষটিকে বলা হয় সারাজীবনের জন্য পাশে থাকতে , 
সেই মানুষটিই সবার আগে পর হয়ে যায় ।
তবুও তাকে ছাড়াই বেঁচে থাকতে হয় ॥

এক সময় ডায়েরী লিখা শখ ছিল অনেক । তাই একটা ডায়েরা লিখেছিলাম । ডায়েরীটার বেশি ভাগই লিখা ছিল অবাস্তব আর কল্পনার । কিছু জীবনের কথা , কিছু ভালোবাসার সাজানো স্বপ্নের কথা । ভেবেছিলাম , এভাবেই লিখে শেষ করব জীবনের বাস্তব আর অবাস্তব কথাগুলো দিয়ে । কিন্তু না , ডায়েরী লিখাটা শেষ হয়নি । হারিয়ে ফেলেছি আমার অসমাপ্ত ডায়েরীটা । হয়তবা হারিয়ে গেছে , নয়তবা কেউ নিয়ে গেছে । কখনো খোঁজার বা জানার সময় পায়নি । কেননা , আমিও যে আমার অবস্থান হারিয়ে ফেলেছি । কথনো আগের অবস্থানে ফিরার চেষ্টাও করিনি । হয়ত সেটারও সময় ছিলনা আমার হাতে ॥
আজ আবার লিখতে বসলাম । তবে কোনো অবাস্তব আর কল্পনা নিয়ে নয় ।খুবি বাস্তব জীবনের কথায় সাজাবো ।যেখানে থাকবেনা কোনো কল্পনার না পাওয়ার ব্যথা ।থাকবেনা কোনো হারানোর বেদনার কথা । সাজাবো দু:খগুলো থেকে সুখ খোঁজে নিয়ে ।

....................ভালোবাসি বলে
....................Junaki Akter
যদিও কোন ভুল আমি করিনি ,
তবুও মেনে নিয়েছি সব ভুলগুলোই আমার ,
তোমার সমস্ত অবহেলাগুলোও মেনে নিয়েছি ।
কেন জানো ??
তোমাকে ভালোবাসি বলে ।
তোমাকে খুব বেশি ভালোবাসি বলেই ,
আজ তোমার দেয়া সমস্ত কষ্টই মেনে নিয়েছি ।
কিন্তু তুমি আজও বুঝলেনা ,
একটা সময় ঠিকি বুঝতে পারবে ,
কতটা কষ্ট তুমি আমাকে দিয়েছ ।
কিন্তু সেদিন হয়ত আর খোঁজে পাবেনা ।
যেদিন আমি হারিয়ে যাব শূণ্য দিগন্তে ,
আমার প্রতিটা পাগলামী তোমাকে বুঝিয়ে দিবে ,
কতটা ভালোবাসতাম আমি তোমাকে ।

বুধবার, ১০ আগস্ট, ২০১৬


কিছু কথা
Junaki Akter

কখনোই চোখের জল দেখতে চাওনি ,
অথচ দেখো চোখের জল ঝরার একমাত্র কারণ হলে তুমি ।
আমার থেকে কিঞ্চিত দূরত্ব সইতে পারতেনা তুমি ,
অথচ আজ দেখো , তুমি আমার জনম জনম দূরে ॥
যা ভাবিনি কখনোই তাই এখন হচ্ছে ,
যেটা কখনোই মেনে নিতে পারিনি ,
সেটাই এখন নিরবে চোখ বুজে মানতে হচ্ছে ।
এটাই কি চেয়েছিলে তুমি ????
যদি নাইবা চেয়ে থাক ,
তাহলে কি পারবে বলতে একবারের জন্য ,
কেন এমন কল্পনাতীত ভাবে ভেঙ্গে স্বপ্নগুলো ???


অপেক্ষা
Junaki Akter

জানি আসবেনা ফিরে ,
তবুও তোমার অপেক্ষায় আছি ।
হয়ত কোন গোধূলী লগ্নে ,
পাশে এসে বসবে ।
হয়ত কোন জোনাক জ্বলা চাঁদনী রাতে ,
তুমি আসবে ফিরে ।
তোমার অপেক্ষায় আজও আছি ,
জানি তোমার হয়ত আর ফিরে আসা হবে না ।
তবুও অপেক্ষার প্রহর শেষ হতে চায়না ।
শেষ হতে চায়না তোমাকে না পাওয়ার তীব্র বেদনা ।

--------------আমি দু:খী নই
Junaki Akter-------------
আমি শত দু:খে থাকলেও ,
আমি কিন্তু দু:খী না ।
দু.খগুলো তোমার মত না ,
কখনেই কাঁদায় না আমাকে ।
তাই ভালো আছি , অনেক ভালো ,
তুমি তো হলে সুখের মত ,
সুখগুলো যেমন কাঁদায় ,
তুমিও তাই কর ॥
তাই আমি আর সুখী হতে চাইনা ।
কারন , শত দু:খে থাকলেও ,
আমি কিন্তু দু:খী নই ।
আমিও ভালো আছি ,
তোমাকে আর সুখকে ছাড়াই ॥

নি:শব্দ পদচারণ
Junaki Akter

শত কোলাহলের মাঝেও ,
তোমার নি:শব্দ পদচারণ অনুভব করি ।
ব্যস্ত সময়গুলোর মাঝেও ,
তোমার শূন্যতা বুঝতে পারি ।
যতই চেষ্টা করি তোমাকে ভুলে থাকব ,
ততই ব্যর্থ হই ভুলে যেতে ।
বল , আর কতটা স্বার্থপর হলে ,
তোমাকে ভুলতে পারব ???
আর কতটা নিজেকে নিয়ে ভাবলে ,
তোমাকে নিয়ে ভাবনা থেকে মুক্তি পাব ???


ভালোবাসার কবিতো
Junaki Akter

একটা ভালোবাসার কবিতো লিখব ,
কবিতার প্রতিটা লাইনে থাকবে ভালোবসার বচন ।
সেখানে থাকবেনা কোনো বিরহের কথা ,
শুধুই থাকবে তোনাকে নিয়ে ভালোবাসার গল্পকথা ।
তুমি শুধু কথাগুলো সাজিয়ে দিবে ,
তোমার মত করে ভালোবেসে ।


    Agontuk
Junaki Akter

আমদের জীবনে এমন কিছু মানুষ আসে ,
খুব অল্প সময়ের মধ্যেই ,
এরা আমাদের পুরো হৃদয় দখল করে নেই ।
সেখানে সেই মানুষটি ছাড়া ,
বাকি সবার অস্তিত্বই বিলীন হয়ে যায় ।
এমন নিজের অস্তিত্বটাও , সে দখল করে ।
কিন্তু যখন সেই মানুষটি দূরে চলে যায় ,
তখন হৃদয়ের প্রতিটা কোষে শূণ্যতার সৃষ্টি হয় ।
যে শূণ্যতার তাকে প্রতি মূহুর্তে কুঁড়ে কুঁড়ে ধ্বংস করে ,
ধ্বংস করে সমস্ত ভালোবাসা দিয়ে সাজানো স্বপ্নটাকে ।


কষ্টে থাকা মানুষ
Junaki Akter


কষ্টে থাকা মানুষ গুলোও এক সময় হাসতে শিখে যায় , 
যদিও তাদের হাসিতে আগের মত প্রাণ থাকেনা ।
তবুও তারা হাসে সবার সাথে ,
কখনো বা অতি কষ্টেও তারা হাসে ।
হয়তবা কষ্টগুলোকে ভুলে থাকতে , 
নয়তবা , কষ্টগুলো উপহাস করে তারা হাসে


মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

তুমিহীন
--------Junaki Akter



তুমিহীন আনন্দের দিনটা ,
নিরানন্দই কেটে গেল ।
একা একা বিষন্নতাই ,
পার করে দিলাম ।
দূর থেকে হয়ত বলবে ,
আমি , তুমি ছাড়া ভালোই আছি ।
কতটা যে ভালো আছি ,
সেটা শুধুই আমি জানি ।
হয়ত বলবে ব্যস্ততার জন্যই ,
তোমাকে ভুলে গেছি ।
তোমাকে ভুলে থাকার জন্যই ,
আমার সকল ব্যস্ততা ।
কিন্তু , আদৌ পারিনা ,
তোমাকে ভুলে যেতে ।


যদি পার ফিরে এসো
-------Junaki Akter

আমি কখনোই গোছালো ছিলামনা ,
তুমিই গুছিয়ে দিয়েছিলে এলোমেলো জীবনটাকে ।
সবকিছুতেই ছিলাম বেখেয়ালী ,
তুমি মাঝে মাঝেই অভিমানের সুরে কথা শুনাতে ,
কখনো বলতে নিজের প্রতিই যদি খেয়াল না রাখতে পারি ,
কি করে অন্যজনের খেয়াল রাখব ??
আমি হেসে বলেছিলাম , তুমি আছ তো ,
সবার খেয়ালই রাখবে ।
তুমি বলেছিলে , পাগলী আমার
যদি কখনো হারিয়ে যায় ।
তোমার প্রতি অন্তত খেয়াল তো রাখতে শিখবে ।
যখন তুমি হারিয়ে যাওয়ার কথা বলেছিলে ,
তোমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম ,
সারারাত কেঁদেছিলাম ,তোমাকে হারানোর ভয়ে ।
সেদিন আর অভিমান করে কথা হয়নি তোমার সাথে ,
অনেক বুঝিয়ে বলেছিলে ,
কখনোই হারিয়ে যাবেনা জীবন থেকে ।
কিন্তু তুমি যে চলে গেলে না ফেরার দেশে ।
একবারও ভাবলেনা , তোমার পাগলীটার কথা ,
কি করে থাকবো তুমি ছাড়া একা একা ??

সোমবার, ৮ আগস্ট, ২০১৬

আমার বুকে ভিসুভিয়াস, উত্তপ্ত স্ফুলিঙ্গের চাষ।
তোমার বুকে উত্তরমেরু, শীতল সর্বনাশ!
এদিকটাতে যখন তখন উদগিরণ আভাস,
ওদিকটাতে জমাট বাধা নিষ্প্রভ দীর্ঘশ্বাস!

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

কি করে পারলে তুমি

কি করে পারলে তুমি ,

এতটা ভালোবাসার বিনিময়ে অফুরন্ত কষ্ট দিতে ?????
বাকিটা পথ একসাথে হাঁটবে বলে ,
তোমার হাতটি বাড়িয়ে দিয়েছিলে । 
কি করে পারলে তুমি ,
এভাবে মাঝপথে হাতটি ছেড়ে দিতে ।
কতটা স্বপ্ন তুমি দেখিয়েছিলে ,
ভালোবাসা শুধুই ভালোবাসার ছলে ।
কি করে পারলে তুমি ,
আমার সযত্নে রাখা স্বপ্নগুলো একনিমিষেই ভেঙ্গে দিতে ?????
আমার পুরো পৃথিবীই তুমি ছিলে ,
সেখানে শুধু তোমারি ছিল বিচরণ ।
কি করে পারলে তুমি ,
এভাবে শূণ্যতাই ভরিয়ে দিতে ????

By: #JUNAKI AKTER

সোমবার, ১ আগস্ট, ২০১৬

কিছুদিন ধরেই নীলাকে অন্যমনস্ক থাকতে দেখা যায় । কোন একটা ভাবনায় সে , এতটা মগ্ন থাকে । আশেপাশের কোনদিকেই সে ভ্রুক্ষেপ করেনা । অন্যমনস্কভাবে রেললাইন পার হচ্ছিল । সে এতটাই বেখায়ালী ছিল , বাম দিক থেকে আসা ট্রেনের হুইসেল তার কানে পৌঁছায়নি । পেছন থেকে কেউ একজন নীলার হাত ধরে ফেলে । তখনি নীলার ঘোর কেটে যায় । মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে, সে তৃতীয় বারের মত মৃত্যুরাজের ছোবল থেকে রক্ষা পায় ।
হয়ত এভাবেই নীলা হারিয়ে যাবে শূণ্যদিগন্তে । ফিরবেনা আর কখনোই না ফেরার দেশ থেকে ।

আজও নীলার মধ্যরাতে মায়ের ডাকে ঘুম ভেঙ্গে গেল । ঘুমের মাঝেই নীলা কাঁদছিল ।
মা - কি হয়েছে ? এভাবে কাঁদছিস কেন ?
নীলা - কিছু হয়নি , মা। মা , একটু মাথায় হাত বুলিয়ে দেবে ??
মা, নীলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে । নীলার স্বপ্নে আবির এসেছিল । আবিরকে জড়িয়ে ধরে কেঁদে দেয় । আর বলতে থাকে , আমাকে একা রেখে কোথায় হারিয়ে গিয়েছিলে ? আমাকে ছেড়ে আর কোথাও যাবেনা । কিন্তু আবির কোন কথা না বলে চলে যাচ্ছিল । নীলা আবিরকে করুণ সুরে বলতে থাকে , যেওনা প্লীজ । তারপরেই নীলার রুমে মা এসে, নীলাকে ঘুম থেকে ডেকে তুলে ।
নীলা ও আবির দু'জন দু'জনকে অনেক ভালোবাসত । একটা দূর্ঘটনার পর , নীলার জীবন থেকে আবির চিরতরে হারিয়ে যায় । সেই থেকে নীলা সব সময় অন্যমনস্ক থাকে ।

   #জোনাকী
#Protikkhar sesh prohor

কেন এমন করলে
Junaki Akter

তোমায় নিয়ে সাজানো স্বপ্নগুলো ,
নিমিষেই ভেঙ্গে দিলে ।
একবারও ভাবলেনা ,
কত ভালোবাসা , কত রাতের সুনীল স্বপ্ন ছিল,
আমার সাজানো স্বপ্নে ?
একবারও জানতে চাইলেনা ,
এভাবে স্বপ্ন ভাঙ্গার জন্য
আমি কতটা কষ্ট পাবো ??
একবারও ভাবলেনা তুমি ,
কতটা রাত চোখের জলে ভাসবো ??

কাছের মানুষের অবহেলা সহ্য করার চেয়ে,
তার জীবন থেকে দূরে 
চলে যাওয়া অনেক ভালো ।
দূরে থাকলে যতটা কষ্ট হয় ,
তার থেকেও শতগুণ কষ্ট পেতে হয় ।



 Junaki Akter

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...