বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭



খেয়াঘাট
জোনাকী আক্তার


সময় আর স্রোত প্রবাহমান
একবার চলে যায় তো আর ফিরে আসেনা,
জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলোও আর হয়তো আর ফিরেনা 
বার বার ফিরে আসে 
ধুলায় জমাট পড়া কিছু মুহূর্ত 
যা পুরোনো দিনকে ক্ষণিকের জন্য ফিরিয়ে দেয় ।
শানবাঁধানো খেয়াঘাট সেই আগের মতই আছে 
স্রোতের সাথে কিছু কচুরিপানা ভেসে যায় ,
তুমি আমি উত্‍সুক দৃষ্টিতে
ঢেউ খেলানো ভেসে যাওয়া 
দেখতাম যতক্ষণ দেখা যেতো ।
এক অজানা কারনে মন খারাপ করে 
সেদিন বলেছিলাম 
হয়তো বা তোমাকে হারানোর ভয় 
দেখো কচুরিপানা গুলো অনেক দূরে ছিলো ,
তারপর ঘাটের খুব কাছে এসে ভিড়লো
এরপর দেখো আস্তে আস্তে চোখের পলকে
অদৃশ্য হয়ে গেলো ।
কৌতূহলী নয়নে তোমার পানে চেয়ে বলেছিলাম,
তুমিও এভাবে দৃষ্টির বাইরে যাবেনা তো ?
সেদিন তুমি প্রচন্ড হেসেছিলে ,
বলেছিলে তো যে হাত ধরেছো 
সে হাত ছেড়ে দিয়ে দূরে কি করে যাবে ? 
সেদিন হয়তো ঈশ্বরও হেসেছিলো 
আমাদের অজান্তে তোমার কথা শুনে ।
একদিন তুমিও সেই কুচুরিপানা গুলোর মতই চলে গেলো 
আস্তে আস্তে দৃষ্টির সীমানার বাইরে
একা রয়ে গেলাম আমি শানবাঁধানো ঘাটে ।
এখনো সাঁঝের বেলা কাটে 
সেই শানবাঁধানো খেয়াঘাটে ,
কুচুরিপানাগুলোর দূর থেকে কাছে ,
তারপর অনেক দূরে চলে যাওয়ার
এক নির্মম খেলা দেখে ,
এইভাবেই অচেনা মানুষ গুলোও 
আপন হয়ে আবার মিশে যায় অচেনার ভিড়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...