রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

কথা ছিলো
জোনাকী আক্তার
*************************
কথা ছিলো
   দু'জন একসাথে
      ছাদের এক কোণে
        শীতল পাটি পেতে
           বিজন রজনীতে
             জ্যোত্‍স্নার আলো মেখে
               শুভ্র আকাশের
                  তারা গুনবো ।
কথা ছিলো
   শহরের থেকে অদূরে
     তুমি আমি মিলে
        গাঁয়ের মেঠো পথ ধরে
          শান্ত শীতল ছায়ায়
             দু'জনে হাঁটবো আনমনে
                আর তুমি গান ধরবে ।
কথা ছিলো
   বর্ষায় টিপটিপ বৃষ্টিতে
     সবার চক্ষু এড়িয়ে চুপিচুপি
       খেয়া নৌকা অশান্ত নদীতে
          ভাসিয়ে দিয়ে পাড়ি দিবো
            তোমার আমার চিরচেনা
              ভালোবাসার গোমতী নদী।
কথা ছিলো
   আজও আছে
     স্মৃতির পাতাতে জমে,
       শুধু কথা রাখার জন্য নেই
         আগের মত সেই তুমি ॥

Image result for চোখের ছবি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...