শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

মরীচিকা
জোনাকী আক্তার
*******************
আমি ছিলাম ঘোরে , দৃষ্টিতে ভ্রম 
ভ্রম টাই যে হবে ভুল,
জানা ছিলো না'কো
তাই তো ভাসে জলে আমার অক্ষিকুল ।
তৃষ্ণা মেটতো এক পলক দেখে
ছুটে যেতাম সব কর্ম রেখে,
যখনই তোমায় পড়তো মনে
কখনো হতো দেখা , কখনো হতো না তোমার সনে ।
যেদিন তোমায় পাইনি দেখতে
শুভ্র আকাশ ছেয়ে যেতো কালো মেঘে ,
আমার বিষন্ন মনে এঁকেছি তোমায় বারংবার
অবুঝের মত কেঁদেছি কত দৃষ্টি এড়িয়ে সবার ।
যখন মরিয়া হলাম তোমায় ছুঁতে
ক্ষণিকের তরে তোমার পাশে বসতে,
তুমি হলে বিলীন , চলে গেলে দৃষ্টির অগোচরে
মনের ঘোর , দৃষ্টির ভ্রম পারিনি নিতে শুধরে ।
ছন্নছাড়া মন পারেনি বুঝতে
কত যে সময় করেছি অপচয় তোমায় খোঁজতে ,
তুমি যে ছিলে অবয়ব মরীচিকা ,
হয়ত বা ছিলে কোনো দূর আকাশের নিহারিকা ।
তোমাকে পাবার নেই যে সাধ্য ,
কি করে করবো আমি অক্ষমতা কে অমান্য ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...