শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

ভালোবাসার অপমৃত্যু
জোনাকী আক্তার
*****************************************
কেটে গেলো তোমায় ছাড়া বছরের পর বছর
এলো না ত তুমি , নিলে না খবর ,
তোমাকে ছাড়া যেনো কাটতো না দিন ,
দু'কূল ভেসে যেতো -
হাসি মাখা মুখ খানাও হয়ে যেতো মলিন ।
যদি তুমি দেখাতে হারিয়ে যাবার ভয় ,
কিংবা চলে যেতে দূরে কোথাও,
যখন খোঁজে না পেতাম দু'চোখের সীমানায় ।

সেইদিনগুলো শুধুই জমে আছে স্মৃতি পাতায়
যে যার মতো করে আছি সবাই ,
কেউ রাখে না কারো খোঁজ
মায়া আর পিছুটান কাটানোর ভনিতায় ,
নিজেকে নিয়ে বড্ড ব্যস্ত তুমি-আমি , আমর সবাই ।

কিন্তু ভালোবাসা ??
সে কি আদৌ বেঁচে আছে ?
না'হ সেও হারিয়ে গেছে নীল দিগন্তে
মিশে গেছে এক অজানা সীমান্তে ।
ভুল করেও যদি কোন দিন খোঁজ তারে,
পাবেনা আর কখনোই তাকে ফিরে ।

যেই হৃদয়ে তুমি দিয়েছিলে ভালোবাসা,
সেই হৃদয়ে ঢেলে ছিলে মরণের নেশা ।
মরণের নেশায় মত্ত হয়ে হয়েছে নি:শেষ
কোথাও নেই আর তোমার ভালোবাসা,
তুমি নিজ হাতে তাকে করেছো শেষ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...