মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭



শুরু থেকে শেষ
জোনাকী আক্তার
*************************
তুমি জানোনা ,জানোনা অনিমেষ
তুমি যে আমার সন্ধ্যাপ্রদীপ,
আধারে জ্বলতে থাকা দীপ শিখা 
তোমার জন্যই কেটে যায়
হৃদয়ের গহীনে জমাট বাধা আধার ।
তুমি জানোনা , জানোনা অনিমেষ
তুমি আমার পথের পাথেয়,
জীবনের পথ চলতে চলতে, ক্লান্ত হলে 
খুঁজি আমি তোমার মাঝেই 
ভালোবাসা আর নিরাপদ আশ্রয়।
তুমি জানোনা, জানোনা অনিমেষ
আমার সুখ গুলো যে তোমাকে ঘিরে,
দু:খ ঘিরে রাখে শুধু তোমার কারনেই,
তোমার হাসিমুখ, এনে দেয় স্বর্গের সুখ
যদি বুঝো ভুল , কর অভিমান 
নেমে আসে দু:খ পর্বত সমান ।
তুমি করো আঘাত , দিও কষ্ট
তবুও যেওনা, যেওনা দূরে অনিমেষ
তুমিই শুরু , তোমাতে হতে চাই শেষ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...