শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

ফুলওয়ালী 
জোনাকী আক্তার
****************************************

ব্যস্ত নগরীর জ্যামময় পথ পাড়ি দিয়ে
ফিরছিলাম সেদিন নিজ আলয়ে ,
বড্ড অতিষ্ট হয়ে ইচ্ছা হলো পায়ে হেঁটে ফিরতে.......
যেই ভাবা সেই কাজ বাড়িয়ে দিলাম পা নিজ গন্তব্যে পৌঁছাতে ।
কিছুদুর গিয়ে থমকে যেতে হলো মায়াবী এক সুরে
নিন না একটা ফুল যেটা খুশি ,
স্বল্প দামে এমন ফুল নাও পেতে পারেন ।
অবাক হচ্ছিলাম তার করুণ চাহনীতে
থমকে গিয়েছিলাম তার অসহায় স্বরে ।
যে বয়সে তে মায়ের আঁচল নিয়ে করতাম খেলা !!
সেই বয়সে সে ভাসিয়েছে জীবিকার ভেলা ।
ফিরে পেলাম সম্বিত সেই করুণ সুরে
ভালোবাসেন যারে , দিয়েন তারে
শুধু নিয়ে যান একটি ফুল ,
উত্‍সুক দৃষ্টিতে ছুঁড়ে দিলাম ছোট্ট প্রশ্নের বাণে
ভালোবাসা কি বুঝো তুমি ?
সহাস্যে নির্ভয়ে বলে দিয়ে দিলো সে
বুঝবো না ক্যান , খুব বুঝি
সারাবেলা পার করে যখন ফিরি মায়ের কাছে
যা হয় আয় , তাই তুলে দেই তার হাতে ।
খুশিতে মা চুমু খেয়ে ললাটে নেয় বুকে জড়িয়ে ,
খাবারের সিংহভাগ দেয় তুলে পাতে ।
অসুখে মা পড়ে আছে , পারেনি যেতে কাজে
যা পাবো আজ তাই দিয়ে খাবার কিনবো সাঝে ।
অবাক হচ্ছিলাম মাতৃভক্তিতে ,
বাকহীন হয়ে শুনেছিলাম ভালোবাসার সংজ্ঞা ।
বুঝিনা শুধু আমরা , ভালোবাসার মানে
হচ্ছি আমরা অমানুষ যাণ্ত্রিকতার টানে ,
মা বাবা অসুখ হলে আপদ বলি তারে
বৃদ্ধ হলে হোন বুঝা , চোখের বালি বলে যারে ।
কিইবা হবে এতো ডিগ্রী দিয়ে
যদি না পারে বৃদ্ধ মা বাবার সম্বল হতে ,
জন্মই যে তার বৃথা , বুঝবে সেদিন
যেদিন সেও পাবে সম ব্যথা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...