সোমবার, ২৪ জুলাই, ২০১৭

খুঁজে নেবো তোমাকে
জোনাকী আক্তার
***************************************
আমার ভালোবাসা মিছে হতে পারেনা
তোমার অচেনা ধুম্রমায়া জালে ,
যদি তুমি হারিয়ে যেতে চাও
যেথায় খুশি চলে যাও ।
যদি থাকে শ্বাস খুঁজে নেবো
তোমাকেই বারবার প্রকৃতির লীলাভূমিতে ।
তোমার হারিয়ে যাবার পথে দিবোনা বাধা
সুনীল আকাশে সাদা মেঘের ভেলাতে
ভেসে ভেসে সূক্ষ্ম দৃষ্টিতে
যদি থাকে শ্বাস খুঁজে নেবো
তোমাকে অপরূপ বসুধাতে ।
হারাবে কোথায় তুমি ...?
তোমার চারপাশ জুড়ে,
আমার ভালোবাসার দৃষ্টির আনাগোনা
যত দূরেই যাও হারাতে তুমি পারবেনা ।
প্রবল বেগে ঝড়ো হাওয়ায় ভেসে ,
যদি থাকে শ্বাস খুঁজে নেবো
আঁধারে নিমজ্জিত অপূর্ব রজনীতে ।

Image may contain: one or more people, people standing and outdoor

শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

ফুলওয়ালী 
জোনাকী আক্তার
****************************************

ব্যস্ত নগরীর জ্যামময় পথ পাড়ি দিয়ে
ফিরছিলাম সেদিন নিজ আলয়ে ,
বড্ড অতিষ্ট হয়ে ইচ্ছা হলো পায়ে হেঁটে ফিরতে.......
যেই ভাবা সেই কাজ বাড়িয়ে দিলাম পা নিজ গন্তব্যে পৌঁছাতে ।
কিছুদুর গিয়ে থমকে যেতে হলো মায়াবী এক সুরে
নিন না একটা ফুল যেটা খুশি ,
স্বল্প দামে এমন ফুল নাও পেতে পারেন ।
অবাক হচ্ছিলাম তার করুণ চাহনীতে
থমকে গিয়েছিলাম তার অসহায় স্বরে ।
যে বয়সে তে মায়ের আঁচল নিয়ে করতাম খেলা !!
সেই বয়সে সে ভাসিয়েছে জীবিকার ভেলা ।
ফিরে পেলাম সম্বিত সেই করুণ সুরে
ভালোবাসেন যারে , দিয়েন তারে
শুধু নিয়ে যান একটি ফুল ,
উত্‍সুক দৃষ্টিতে ছুঁড়ে দিলাম ছোট্ট প্রশ্নের বাণে
ভালোবাসা কি বুঝো তুমি ?
সহাস্যে নির্ভয়ে বলে দিয়ে দিলো সে
বুঝবো না ক্যান , খুব বুঝি
সারাবেলা পার করে যখন ফিরি মায়ের কাছে
যা হয় আয় , তাই তুলে দেই তার হাতে ।
খুশিতে মা চুমু খেয়ে ললাটে নেয় বুকে জড়িয়ে ,
খাবারের সিংহভাগ দেয় তুলে পাতে ।
অসুখে মা পড়ে আছে , পারেনি যেতে কাজে
যা পাবো আজ তাই দিয়ে খাবার কিনবো সাঝে ।
অবাক হচ্ছিলাম মাতৃভক্তিতে ,
বাকহীন হয়ে শুনেছিলাম ভালোবাসার সংজ্ঞা ।
বুঝিনা শুধু আমরা , ভালোবাসার মানে
হচ্ছি আমরা অমানুষ যাণ্ত্রিকতার টানে ,
মা বাবা অসুখ হলে আপদ বলি তারে
বৃদ্ধ হলে হোন বুঝা , চোখের বালি বলে যারে ।
কিইবা হবে এতো ডিগ্রী দিয়ে
যদি না পারে বৃদ্ধ মা বাবার সম্বল হতে ,
জন্মই যে তার বৃথা , বুঝবে সেদিন
যেদিন সেও পাবে সম ব্যথা ।

মরীচিকা
জোনাকী আক্তার
*******************
আমি ছিলাম ঘোরে , দৃষ্টিতে ভ্রম 
ভ্রম টাই যে হবে ভুল,
জানা ছিলো না'কো
তাই তো ভাসে জলে আমার অক্ষিকুল ।
তৃষ্ণা মেটতো এক পলক দেখে
ছুটে যেতাম সব কর্ম রেখে,
যখনই তোমায় পড়তো মনে
কখনো হতো দেখা , কখনো হতো না তোমার সনে ।
যেদিন তোমায় পাইনি দেখতে
শুভ্র আকাশ ছেয়ে যেতো কালো মেঘে ,
আমার বিষন্ন মনে এঁকেছি তোমায় বারংবার
অবুঝের মত কেঁদেছি কত দৃষ্টি এড়িয়ে সবার ।
যখন মরিয়া হলাম তোমায় ছুঁতে
ক্ষণিকের তরে তোমার পাশে বসতে,
তুমি হলে বিলীন , চলে গেলে দৃষ্টির অগোচরে
মনের ঘোর , দৃষ্টির ভ্রম পারিনি নিতে শুধরে ।
ছন্নছাড়া মন পারেনি বুঝতে
কত যে সময় করেছি অপচয় তোমায় খোঁজতে ,
তুমি যে ছিলে অবয়ব মরীচিকা ,
হয়ত বা ছিলে কোনো দূর আকাশের নিহারিকা ।
তোমাকে পাবার নেই যে সাধ্য ,
কি করে করবো আমি অক্ষমতা কে অমান্য ?

শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

ভালোবাসার অপমৃত্যু
জোনাকী আক্তার
*****************************************
কেটে গেলো তোমায় ছাড়া বছরের পর বছর
এলো না ত তুমি , নিলে না খবর ,
তোমাকে ছাড়া যেনো কাটতো না দিন ,
দু'কূল ভেসে যেতো -
হাসি মাখা মুখ খানাও হয়ে যেতো মলিন ।
যদি তুমি দেখাতে হারিয়ে যাবার ভয় ,
কিংবা চলে যেতে দূরে কোথাও,
যখন খোঁজে না পেতাম দু'চোখের সীমানায় ।

সেইদিনগুলো শুধুই জমে আছে স্মৃতি পাতায়
যে যার মতো করে আছি সবাই ,
কেউ রাখে না কারো খোঁজ
মায়া আর পিছুটান কাটানোর ভনিতায় ,
নিজেকে নিয়ে বড্ড ব্যস্ত তুমি-আমি , আমর সবাই ।

কিন্তু ভালোবাসা ??
সে কি আদৌ বেঁচে আছে ?
না'হ সেও হারিয়ে গেছে নীল দিগন্তে
মিশে গেছে এক অজানা সীমান্তে ।
ভুল করেও যদি কোন দিন খোঁজ তারে,
পাবেনা আর কখনোই তাকে ফিরে ।

যেই হৃদয়ে তুমি দিয়েছিলে ভালোবাসা,
সেই হৃদয়ে ঢেলে ছিলে মরণের নেশা ।
মরণের নেশায় মত্ত হয়ে হয়েছে নি:শেষ
কোথাও নেই আর তোমার ভালোবাসা,
তুমি নিজ হাতে তাকে করেছো শেষ ।

মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭



শুরু থেকে শেষ
জোনাকী আক্তার
*************************
তুমি জানোনা ,জানোনা অনিমেষ
তুমি যে আমার সন্ধ্যাপ্রদীপ,
আধারে জ্বলতে থাকা দীপ শিখা 
তোমার জন্যই কেটে যায়
হৃদয়ের গহীনে জমাট বাধা আধার ।
তুমি জানোনা , জানোনা অনিমেষ
তুমি আমার পথের পাথেয়,
জীবনের পথ চলতে চলতে, ক্লান্ত হলে 
খুঁজি আমি তোমার মাঝেই 
ভালোবাসা আর নিরাপদ আশ্রয়।
তুমি জানোনা, জানোনা অনিমেষ
আমার সুখ গুলো যে তোমাকে ঘিরে,
দু:খ ঘিরে রাখে শুধু তোমার কারনেই,
তোমার হাসিমুখ, এনে দেয় স্বর্গের সুখ
যদি বুঝো ভুল , কর অভিমান 
নেমে আসে দু:খ পর্বত সমান ।
তুমি করো আঘাত , দিও কষ্ট
তবুও যেওনা, যেওনা দূরে অনিমেষ
তুমিই শুরু , তোমাতে হতে চাই শেষ ।

বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭



মা
জোনাকী আক্তার
************
শুধু তোমার মুখ পানে চেয়ে 
সুখ , সে তো বহু বছর আগেই 
দিয়েছি স্বেচ্ছায় বিসর্জন 
দু:খের সাগরে দিয়েছি নিজেকে ভাসিয়ে ।
তুমি কষ্ট পাবে ভেবে 
আমি নিজেই চলি সেই পথে ,
তোমার জন্য আমি হাজারো কষ্ট সইতে পারি 
হাসি মুখে সবাইকে বিদায় জানাতে পারি,
কিন্তু তোমাকে দু'চোখের আড়াল
কখনোই হতে দিতে পারবোনা ।
মনের ভুলে কষ্ট দিলে 
তুমি শাস্তি দাও মা বিনিময়ে
তবুও তুমি যেওনা অবোধকে কাঁদিয়ে , 
তুমি আছো বলেই মাগো 
আমি কষ্ট লুকিয়ে হাসতে পারি 
আধারে থেকেও আলো খুঁজি ,
নির্বিঘ্নে রাত কেটে গেলেও
তোমার চোখে শান্তি খোঁজি,
তোমার জন্যই আজও টিকে আছি ধরা তে,
নতুন করে নিজেকে খোঁজে পাই তোমার ভালোবাসাতে ।
মাগো তুমি ছাড়া আমি নি:স্ব 
তুমিহীন শূণ্যতায় ভরে যাবে এই বিশ্ব ,
এমন একটা দিন ছিলো 
তুমি ছাড়া কেউ ছিলো না পাশে ,
সেই থেকে তুমিই আমার ভরসা 
তোমার জন্যই নতুন করে স্বপ্ন বুনতে শিখা ,
সেই তুমিই যদি ফাঁকি দাও
হারিয়ে যাবো আমি সেই আধারে আবারো ।

সোমবার, ৩ জুলাই, ২০১৭

তুমি থাকো তোমার মত
জোনাকী আক্তার
*****************************************
নিশীত রজনী ঝুম বৃষ্টি.....
সিক্ত নগরীতে বিভোর ঘুমে আচ্ছন্ন তুমি ,
ঘুম আসেনা আমার দুচোখের পাতায়
একলা জেগে রই আমি ।
বৃষ্টির ছন্দের সাথে তাল মিলিয়ে
আমারও খুব ইচ্ছা করে
মনের সুখে নাইতে দু'নয়নের জলে,
বুকের ভেতর হয়েছে পাথর
চাইলেও তো আর যায়না নাওয়া ।
অতি শোকে আজ আমি হয়েছি পাথর
বৃষ্টির প্রতিও ঈর্ষা জাগে মনে
পারিনা যে আমি তারই মত করে
অঝোরে ঝরে নিজের বেদনা কমাতে ।
তাই তো আজও তোমার কথা ভেবে
নির্ঘুম রাত যায় কেটে
একলা জেগে রই আমি ,
খুবই মনে পড়ে তোমার সাথে মেতে উঠা ,
বৃষ্টি বিলাসে সুখের উল্লাস
আমার সুখ গুলো ছিলো
শুধুই তোমাকে ঘিরে ,
সুখগুলো যে তোমায় দিয়ে ছিলাম ,
তাই তো দুর্নিবার কষ্টকে করে আপন
বেঁচে আছি আমার মতন ।
ঘুম আসেনা দু'চোখের পাতায়
একলা জেগে রই আমি ...
তখন তুমি সুখ নিদ্রায় অচেতন ।
থাকো তুমি তোমার মতন
কষ্ট যেন তোমাকে পারেনা ছুঁতে
আমি না হয় নির্ঘুম রাত আর
কষ্ট গুলো সাঙ্গী করে
তোমার সুখ গুলো কাটিয়ে দিবো বাকিটা জীবন ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...