বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭


আবারও ফিরে আসবো
জোনাকী আক্তার
পরের জন্মে আমি তোমার হবো
এই জন্মের বিভেদটুকু পরের জন্মে ঘুচিয়ে দিবো ,
এই জন্মের অপ্রপ্তিটুকু
পরের জন্মে পুষিয়ে নিবো ।
পরের জন্মে আমি তোমার দু:খ হবো
কষ্টগুলো অশ্রু হয়ে তোমাতেই মিলিয়ে যাবো ।
আমি তোমার এক চিলতে হাসি হবো
তোমার শুষ্ক ওষ্ঠ ছুঁয়ে দিবো ।
পরের জন্মে দোল মঞ্চের আবির হবো
রামধনুকের সাত রঙে তোমায় রাঙাবো ,
হৃদয়ের অসমাপ্ত লেনাদেনা পরের জন্মেই চুকিয়ে দিবো ।
তোমার রচিত কাব্য হবো
অব্যক্ত কথাগুলো পরের জন্মে বলেই দিবো ,
এই জন্মে নাই বা পেলাম
পরের জন্মে শুধুই তোমার জন্য
আবারও ধরণীতে ফিরে আসবো ,
মানুষরূপে নাই বা এলাম
তোমায় ভালোবাসবো বলেই
তোমার কাছে বহুরূপে ফিরে আসবো ॥




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...