মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

নষ্ট সমাজ
জোনাকী আক্তার
কোথায় সে মানবিকতা ?
চারদিকে শুধু হিংস্রতা , বর্বরতা আর অমানবিকতা ।
আর কত কাল চোখ বুজে থাকবে সুশীল সমাজ
ন্যায় পরায়ণতা ধ্বংসের পথে যেন পড়েছে বাজ ।
যুগের সাথে তাল মিলিয়ে
উন্নত আর উর্বর করছে মস্তিষ্ক ,
নির্দ্বিধায় করছে কলুষিত বিবেক আর মনুষত্ব
কখনো হার মেনে যায় পশুত্ব ।
এই কি সেই যুগ
জাহেলিয়ান যুগের আরেক রূপ ?
মনোচিত্ত রাখতে তুষ্ট করছে কত ব্যভিচার
কখনো উঠেছে মেতে নিষ্পাপ প্রাণ হত্যাযজ্ঞে ।
অসহায়ত্ব আর শাসত্বকে বরণ করে ভুলে লাজ
কত অবলার নিষিদ্ধ পল্লীতে বাস ।
সুশীল সমাজ ঘৃণ্য চোখে দেখে তাদের
ভদ্রতার বুলি ফোটে দিনের আলোতে ।
নিশীত রজনীতে খুলে যায় ভদ্রতার মুখোশ
লুটোপটিতে ব্যস্ত তখন ভুলে তাদের সব দোষ ।
যত ঘৃণা তো তোমাদেরই প্রাপ্য,
দিনের আলোতে দেখা দোষ গুলো ভুলে
পার না একটি সুস্থ জীবন দিতে
কিসের এত দাপট তোমাদের কিসের এত অহংকার ?
ভুলে যেওনা নারীরাই যে তোমাদের অলংকার ।
যেমন টা প্রতারিত করবে অন্য নারীকে
তেমনটাই ফিরে আসবে তোমার আলয়ে ,
মনে রেখ সেদিন তুমিও বুঝবে কত  ভুল জমা রেখেছিলে
যেদিন থাকবে তোমার অলংকার অন্যের পদতলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...