মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

~~~~~~জানে অন্তর্যামী
~~~~~
জোনাকী আক্তার


নিজের অসাড়তা লুকিয়ে
তুমি হীন ভুলক্রমে বেঁচে থাকা,
অতিবাহিত সময় কতটা বিষাদের,
কতটা কষ্টের তুমি জানোনা
জানে একজন , শুধুই অন্তর্যামী জানে ।

তোমায় নিয়ে হৃদয়ের আরাধনায় শশ্যব্যস্ত থাকা
তুমি হীন হৃদমন্দিরে ছেঁয়ে গেছে শূমিণ্যতা,
রিক্ততার যে কত যন্ত্রণা জানোনা তুমি
জানে একজন, শুধুই জানে অন্তর্যামী ।

আধারের সাথে মিশে গিয়ে
অবিরত নোনা জলে নেয়ে যাওয়ার কথা,
সূর্যালোকে জলের ছাপ লুরিয়ে রাখা জানোনা তুমি
জানে একজন, শুধুই জানে অন্তর্যামী ।

পরম নির্ভরতায় তোমার হাতটি ধরা
দূর্বিপাকে ছেড়ে যাওয়ার পরেও
প্রতীক্ষায় কাটানো প্রহরের কথা জানোনা তুমি
জানে একজন , শুধুই জানে অন্তর্যামী ।

তুমি শুধু ভালোবাসি বলতেই জেনেছো
কখনো ভালোবাসতে জানোনি,
কতটা তোমায় ভালোবাসি জানোনা তুমি
জানে একজন, শুধুই জানে অন্তর্যামী ।














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...