বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

ভালোবাসার কাঙালিনী
জোনাকী আক্তার

কিছু অভিযোগ , কিছু অভিমান
জমা হয় হৃদয়ের মাঝে ,
বাড়িয়ে দেয় আরও রিক্ততা
কারনে অকারনে অবহেলায় সকাল সাঝে ।

কেন এত নিষ্ঠুরতা বলবে কি
কোন ভুলে বলো তুমি এত ছল চাতুরতা ?
তুমি ভুল , আমি ভুল , মনের ভুল
সবই ভুলে ভরা এক গোলক ধাঁধাঁ ।
পারবে কি তুমি সব ভুল শুধরে
পুরনো সেই জীবন ফিরিয়ে দিতে ,
যেখানে ছিলো না কোনো রিক্ততা
তোমাকে হারানোর ভয়ে অশ্রু সিক্ততা ।

যদি নাই বা পারো
তবে শুধু একটু ভালোবাসা দিও ,
এর চেয়ে বেশি কিছু চাইনা আমি
তোমার ভালোবাসার মাঝেই স্বর্গ-মর্ত্যের সুখ খোঁজে নিবো ॥

মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

আমি নিতান্তই অধম
জোনাকী আক্তার


মেঘলা আকাশ কিংবা বাদলা দিন
আমার জন্য কখনোই সুখের হয় না ,
ভেতরের শূণ্যতা তীব্র থেকে তীব্রতর হয়
না পাওয়া কষ্টগুলোর অবিরত নৃত্য চলে হৃদ প্রকোষ্ঠে ।

আমি কোনো গল্পের রূপায়ক নই
মেঘলা আকাশ কিংবা বাদলা দিনের মায়ায় অভিভূত হবো
রূপ দিবো কোন আক ভালোবাসার গল্পের ।

আমি নিতান্তই অধম একজন ,
ভালোবাসা আমার কাছে কখনো দূর্বোধ্য
আবার কখনো ধরা ছোঁয়ার বাইরে ।

আমি কবি নই যে কাব্য রচনায় মগ্ন হবো ,
ঝুম বৃষ্টির মন্ত্রমুগ্ধে ভাবনার অতলে ডুবে যাবো ,
আমি নিতান্তই একজন অধম
আমার ভাবনা গুলো ঘুণে ধরা ।

কালো মেঘের লুকোচুরি খেলায়
হারিয়ে যাবো রঙিন স্বপ্ন বুনতে ,
আমি নিতান্তই অধম একজন
স্বপ্ন বুনতে বড্ড ভয়
যদি কখনো স্বপ্ন শেষ না হয় ॥

কিন্তু ইচ্ছা গুলো যে আমার অবাধ্য
খুব ইচ্ছা করে তোমায় নিয়ে ভালোবাসার গল্প লিখতে,
শুধু তোমার জন্য কাব্য রচনা করতে ।
ভালোবাসার সুতোয় তোমায় নিয়ে
রঙিন স্বপ্ন বুনতে মনের মাধুরী মিশিয়ে ।
কিন্তু তুমি তো কথা রাখোনি
নির্দ্বিধায় হাতটি ছেড়ে গেছো ।

শনিবার, ২৫ মার্চ, ২০১৭

ভাল থেকো তুমি
জোনাকী আক্তার

কারো প্রতি কখনোই আমার ছিলনা কোন অভিযোগ ,
শুধুই ছিল অভিমান আর খুঁনসুটি ।
আজও নেই কারো প্রতি লেশমাত্র অভিযোগ ।
অভিযোগের প্রশ্নবাণে করব কাউকে জর্জরিত ।
করবনা কখনো কোনো অভিশম্পাত ,
আমি একাই দু:খের সাগরে ভেসে যাব ।
বলব না কাউকে সঙ্গী হতে ।
শুধু জেনে রেখ , সব সময় তোমার ভাল চেয়েছি ।
আজও চাই তুমি ভাল থেকো , অনেক ভাল ।
কোন কষ্ট যেন তোমায় স্পর্শ করতে না পারে ।
কখনো তোমাকে যেন নিরবে চোখের জল ফেলতে না হয় ।
ভাল থেকো তুমি , অনেক ভাল

রবিবার, ১৯ মার্চ, ২০১৭

মেঘাচ্ছন্ন
জোনাকী আক্তার

শূণ্যতায় ছেঁয়ে যায় নির্ঘুম রাতগুলো
নিস্তব্ধতা গুলো মনে করিয়ে দেয়,
তুমি আর নেই পাশে
হারিয়ে গেছো সময়ের স্রোতে ভেসে ।

আকাশের বুকে সাদা মেঘের লুকোচুরি খেলা গুলো
মনের আকাশে ছিল রঙিন স্বপ্নগুলোর মত ,
আকাশটা আজ কালো মেঘের জমাট বাঁধা,
অন্ধকারাচ্ছন্ন চারপাশটা ফিরিয়ে দেয়
স্বপ্ন ভাঙার যণ্ত্রনাময় মুহূর্তটাকে ।

মেঘগুলো হয়তো বৃষ্টি হয়ে ঝরে পড়বে
আকাশটাকে আবার আগের মতই দেখাবে,
মনের আকাশের কষ্টগুলোও অশ্রু হবে
ঝরবে অঝোরে আঁখি বেয়ে ।

কিন্তু কখনোই তো আর কষ্ট মুক্ত হবেনা
দিন রাত তুমি কষ্টই দিয়ে গেছো ,
একটু ভালোবাসার ছোঁয়া দিয়ে
অন্তহীন জলন্ত চিতা আমায় দিয়েছো ।

পুতুলের ন্যায় খেলেছো তুমি
নিজের মত করে সাজিয়ে ,
আবার তুমিই ভেঙেছো সব কিছু ,
ভাঙা-গড়ার খেলায় আজ তুমিই জয়ী
আমি পরাজিত তোমার কাছে ।

আমার পরাজয় টা কেনো জানো
আমার ভালোবাসায় কোনো খাঁদ ছিলোনা ,
তার বিনিময়ে যে তুমি
শূণ্যতায় ভরিয়ে দেবে আমায়
সেটা কখনোই ছিলোনা আমার কল্পনায় ॥

শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

বুঝলেনা ভালোবাসা
জোনাকী আক্তার

কি এমন সুখ পেলে তুমি
স্বল্পক্ষণের জন্য ভালোবাসা দিয়ে ?
অন্ধের মত বিশ্বাস করেছিলাম ,
কি পেলে তুমি বিশ্বাস টুকু ভেঙ্গে ?
আমি তো ভুলই করেছিলাম
তোমাকে আপন ভেবে ,
এছাড়া কোন ভুল খোঁজে পাবেনা তুমি
আসলে কি জানো তো ?
তুমি কারো ভালোবাসা পাবার যোগ্য নও
হৃদয় তোমার কঠিন প্রাচীরে আবদ্ধ ,
সেখানে ভালোবাসার ছোঁয়া কখনোই পৌছায় না ।
একদিন ঠিকই বুঝবে ,
ভুলটা আমি করিনি
মস্ত বড় ভুলটা তুমিই করেছিলে ।
মধ্যরাত কিংবা একাকীত্ব সময়ে
যখন তোমার চারপাশ শূণ্যতায় ছেয়ে যাবে ।
বুঝবে সেদিন তোমার কতটা ভরিয়ে দিয়েছিলাম
ভালোবাসা দিয়ে তোমার জগত্‍টাকে ,
তবুও ভালো থেকো তুমি
তোমার ভালো থাকাটাই দেখতে চাই আমি ।


নীড়হীন
জোনাকী আক্তার

কথনো কি দেখেছিলে তুমি
ঝড়ের দাপটে নীড় হীন পাখিগুলো কে ?
তাদের ভেতরে যে হারানোর যণ্ত্রনা
করেছিলে কি কখনো অনুভব ?
যদি কখনো শুনতে পেতে
নীড় হারানোর কষ্টে ক্রন্দনের শব্দ ,
তবে কখনোই হারাতেনা আমার জীবন থেকে
অচেনা মানুষ গুলোর ভীড়ের মাঝে ।
তুমি তো আমার ভালোবাসার নীড় ছিলে
নীড় হীন আমি কত কষ্টে আছি বেঁচে
যদি কখনো বুঝতে একবারের জন্য
তবে হয়ত এভাবে পর হতে পারতেনা ।
তবে কি জানো , জানতে ইচ্ছা করে বার বার
তুমি কি সত্যিই ভেবেছিলে আমাকে তোমার কাছের কেউ ,
শুধু কি অভিনয়ই করে গেছো
নাকি তার মাঝে ভালোবাসাও লুকিয়ে ছিলো ?
যদি তুমি অভিনয় করে থাকো
তবে তার মাঝে কোনো ত্রুটি ছিলো না ,
নি:খুঁত ছিলো তোমার মন্ত্রে মুগ্ধ করা
তোমার ভালোবাসার মায়াজাল ।
তাতে কি হয়েছে তুমি তো ভালো আছো
আমি না হয় একাই দু:খের সাগরে ভেসে যাবো ,
তোমার ভালো থাকায় যদি কখনো মলিন হয়
সেই ভেবে কখনোই আর পিছু থেকে ডাকবোনা ॥

বুধবার, ১ মার্চ, ২০১৭



তোমরাই আমার অহংকার 
জোনাকী আক্তার
জোনাকী আক্তার


বাংলা মায়ের দামাল ছেলে ,
তোমরাই আমার অহংকার ।
মায়ের ভাষায় নির্ভয়ে কথা বলার জন্য ,
বুকের তাজা রক্ত দিয়েছিলে ।
সব ভয়কে পায়ে ঠেলে
নেমেছিলে রাজপথে ,
বজ্র কণ্ঠে সমস্বরে জানিয়েছিলে দাবি ,
মাতৃভাষা বাংলা চাই ।
তোমরা সেদিন মায়ের মতই,
বাংলা ভাষাকেও ভালোবেসেছিলে বলেই
আজও মায়ের কুলে মাথা রেখে,
নির্ভয়ে কথা বলতে শিখা ।
অর্ধ শত বছর পেরিয়ে গেলেও
তোমাদের এক সাগর রক্ত দানের কথা ভুলিনি ।
ভুলিনি আমরা তোমাদের উপর
হায়েনাদের নির্মম বর্বরতার কথা ।
কি করে ভুলবো বলো ?
আজও যে বাংলার মাটিতে
তোমাদের শরীর থেকে ঝরা রক্ত মিশে আছে ।
কি করে ভুলবো বলো ?
তোমাদের হাসি মুখে রক্ত দানের কথা ।
কি করে ভুলবো বলো ?
আজও যে শুনতে পাই কান পেতে
শত শত মায়ের সন্তান হারানোর আহাজারি ।
ভুলিনি আমরা , ভুলবোনা কোনদিন
যতদিন বাংলার মাটি আছে ,
যতদিন একুশ আছে ।
তোমরা বেঁচে থাকবে আমাদের হৃদয়ের মাঝে ,
অগণিত শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে ।।
প্রণয়ের পরিণতি
জোনাকী আক্তার

আমার দিন কাটে তো রাত কাটেনা ,
রাত কাটে তো দিন কাটেনা ,
তুমি ছাড়া একা একা ॥

আমায় যে চারপাশ ঘিরে রেখেছে
শূণ্যতার পৈশাচিক করুণ খেলা ,
ভালো লাগেনা কোনো কিছু তুমি ছাড়া ॥

কষ্ট গুলোকে সঙ্গী করে
একলা পথ চলতে চাওয়া ,
তুমি নেই বলে কখনো মাঝ পথেই যাওয়া ॥

দিন-রাত সুখে না থাকায়
তোমার রেখে যাওয়া স্মৃতি হাতরে
স্বল্প সুখের জন্য কাতর হয়ে পড়া ।

মধ্যরাতে যখন ঘুম না আসে
দূর আকাশের পানে তাকিয়ে ,
তোমার-আমার একই ছাদ মনে করা ॥

এই যদি আমার ভালো থাকা হয়
তবে আমিও বলবো অট্টহাসিতে,
আমিও আছি বেশ
দেখে যাও নিখিলেশ ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...