সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

অর্থহীন ভালোবাসা
জোনাকী আক্তার

জানো তো অনিমেষ ,
তোমার চলে যাওয়ার পরেও-
আমার আনমনা মন আজও
তোমায় নিয়ে অপূর্ণ কল্পনায় মত্ত থাকে ।
এলোমেলো ভাবনাগুলোতে
তোমার যে দিবা-নিশি বিচরণ ।
জানো তো অনিমেষ,
বড্ড ইচ্ছা করে উত্তাল ঢেউয়ের মত
দুকূল ছাপিয়ে তোমার হৃদয় ভরিয়ে দেয়,
এক স্বর্গীয় ভালোবাসা দিয়ে ।
জানো তো অনিমেষ,
খুবই ইচ্ছা করে তোমার আমার মাঝে,
বিভেদের দেওয়াল ভেদ করে
তীব্র জ্যোতির বেগে ছুটে যায়
তোমার কাছে একটু ভালোবাসার পরশ নিতে ।
জানো তো অনিমেষ ,
পড়ন্ত বিকেলে যখন খুবই একা লাগে
ইচ্ছা করে তোমায় হাত ধরে ,
ব্যস্ত আর চাঞ্চল্য নগরীর শেষ প্রান্তে
তোমার সাথে কিছুটা সময় কাটাতে
ছায়ায় শীতল শান্ত গাঁয়ের মেঠো পথে
সবুজে ঘেরা সুনীল আকাশটার নিচে ,
তোমার কাঁধে মাথা রেখে
সুখ খোঁজে নিতে ।
তুমি নেই তবুও তোমায় অবুঝ মনের কত স্বপ্ন আঁকা ,
কখনো বর্ণহীন আবার কখনো সাত রঙেই সজ্জিত ।
কষ্ট হয় অনেক যখন মনে হয়
স্বপ্নগুলো অপূর্ণই থাকবে,
নিজেকে বড় বেশি অসহায় লাগে
তুমি তো আমার ধরা ছোঁয়ার বাইরে ।
তবুও তোমায় ভালোবাসি-
হয়ত ভালোবাসার জন্যই তোমাকে ভালোবাসা ।

রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

তুমি ফিরবেই
জোনাকী আক্তার


জানি তুমি ফিরবেই
পড়ন্ত বিকেলে শুধুই জন্য
এক রাশ ভালোবাসা নিয়ে ।
যতই দূরে যেতে চাও না কেন ?
তোমাকে যে ফিরতেই হবে
এখনো আমি ভালোবাসি বলেই ॥
তোমাকে ফিরে পাবার জন্য
আমার ঝরানো অশ্রু কখনোই
বিফলে যেতে পারে না ॥
এ আমার কোনো প্রত্যাশ্যা নয়
তোমার প্রতি আমার ভালোবাসার
এক তীব্র বিশ্বাস ।
পারবে না আমার এই বিশ্বাস
ভেঙ্গে আমার থেকে দূরে যেতে ।
কেনো জানো কি ?
আমার চাওয়াতে কোনো ভুল নেই
আমার ভালবাসার মাঝে কোনো কৃপণতা নেই ॥
পারবে না তুমি আমার মায়ার
বাঁধন ছিন্ন করে চলে যেতে ,
আমার ধরা ছোঁয়ার বাইরে ॥
তোমাকে ফিরতেই হবে
আমার ছোট্ট ভালোবাসার নীড়ে,
নীড়টা যে বুনেছিলাম আমি শুধুই তোমার জন্য ।
কণ্টকাকীর্ণ কোমলের ছোঁয়া
জোনাকী আক্তার


যেদিন থেকে তোমার ভালোবাসার ছোঁয়া দিয়েছ ,
সেদিন থেকেই আমার ভালো থাকার জগত্‍টাই
দিয়েছিলাম আমি তোমায় ।
কিন্তু তুমি জানো না অনিমেষ
যতটা খন তুমি পাশে ছিলে
সেই সময় টুকুই ছিলাম বেশ ।
অনেক স্বার্থপর আমি
শুধু ভালো থাকার জন্যই
পাগলের মত চেয়েছিলাম তোমায় ।
তুমি তো জানতে অনিমেষ
তোমায় ছাড়া কতটা সম্বলহীন
তবুও কি করে বলেছিলে ভালো থাকতে ?
বলবে কি একবার অনিমেষ
তুমি কি সত্যিই আমাকে ভালো রাখতে চেয়েছিলে ,
তবে কেন সেদিন চলে গিয়েছিলে ?
তোমার প্রতি কি কমতি ছিলো আমার ভালোবাসা ,
হৃদ প্রকোষ্ঠে জমানো সব ভালোবাসা দিয়েছিলাম তোমায়
তবুও তুমি চলে গেছো হেলায় ।
বলবে কি একবার অনিমেষ
আমার ভালোবাসার বিনিময়ে তোমার কাছে কি এমন চেয়েছিলাম ?
বিনিময়ে তো শুধু তোমাকেই চেয়েছিলাম ।
আমার চাওয়া টা কি বেশি ছিলো অনিমেষ ?
তুমি তো কথা দিয়েছিলে ,
কিন্তু তুমি মিথ্যা লুকিয়ে রেখেছিলে আড়ালে ।
পারবে কি বলতে অনিমেষ
আমি কি তোমায় দেয়া কথা রাখিনি ?
তবে কেন সেদিন মিথ্যা আশ্বাস দিয়েছিলে ?
জানি পারবেনা তুমি বলতে
তোমার কাছে বলার মত কিছুই নেই ,
যে ক্ষুঁতহীন ভালোবাসা দিয়েছিলাম
বিনিময়ে কষ্টই দিয়ে গেছো ।
দিনের পর দিন ঠকিয়েছ আমায় অনিমষ
দোষটা কি ছিলো তোমাকে সব থেকে বেশি ভালোবাসায় ?
নাকি তোমাকে কাছে পাবার আশায় ?

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

কাব্যহীন কবিতা
জোনাকী আক্তার


একা পথ চলতে কখনোই কষ্ট হয়না
আমি যে একলা পথেরই পখিক ।
তবে কষ্ট হয় তোমায় ভেবে
তুমি তো আমার একলা পথেরই সঙ্গী হয়েছিলে ।
কিন্তু তুমি তো মাঝ পথ থেকে সঙ্গী হয়ে
আরো একা করে দিয়ে গেলে ।
রাতগুলো একাই জেগে কাটিয়ে দিতাম
খুব বেশী কষ্ট হতনা একাকীত্বের সময়টুকুতে
তুমি তো আমার সেই নিদ্রাহীন রাতেরই ঘুম হতে চেয়েছিলে
পারোনি হতে বরং দিয়েছো আরো কষ্টের সাগরে ডুবিয়ে ।
ভালোবসার পরশটুকু তোমার কাছেই পেয়েছিলাম
তার বিনিময়ে যে আরো কষ্ট পেতে হবে ভাবিনি
আমি যে ভালোবাসায় বড্ড কাঙাল
সব ভুলে গিয়ে তোমাকে দিয়ে ভালোবেসেছিলাম ।
কিন্তু তুমি বুঝনি এমনো হতে পারে
বুঝেও না বুঝার করে চলে গেছো দূরে
আমার দেওয়া কষ্ট কি খুব বেশিই ছিল-
একবার তো বলতে পারতে ,
চিরতরে নীরব হয়ে যেতাম তোমার কাছে
কিন্তু তুমি তো বিনাবাক্যে চলে গেলে ॥
রাঙাবো তোমায় ভালোবাসা দিয়ে
জোনাকী আক্তার

যদি তুমি আসো ফিরে
সাজিয়ে নিবো নিজেকে নতুন করে ,
ভরিয়ে দিবো তোমায় ভালোবাসা দিয়ে
বসন্তের নতুনত্বের রঙিন পরশ নিয়ে ॥

যদি তুমি আসো ফিরে
রক্তিম কৃষ্ণ চূড়ার ফুলের মত
রাঙাবো তোমায় ভালোবাসার রং দিয়ে
মনের মাধুরী মিশিয়ে ।

যদি তুমি আসো ফিরে
ফুলে ফুলে উড়ে যাওয়া প্রজাপতির ডানায়
মিশে যাবো দু'জনে কল্পকথায় ।
হারাবো দু'জনে কোন এক অজানা পথে
পাখির কলতানে মুখরিত গোধূলী লগ্নে ।

যদি তুমি আসো ফিরে
পলাশ ফুলের মালা গেঁথে দেবো তোমায়
একরাশ রজনীগন্ধা ফুলে সুরভে সুরভিত করে
স্বর্গীয় ভালোবাসা করব সমর্পন তোমার হৃদমাঝারে ।

শুধু তোমার জন্য কত শত স্বপ্ন রেখেছি সাজিয়ে
ভালোবাসার পসরা দিয়ে হৃদ প্রকোষ্ঠে
আসবে কি ফিরে বসন্তের আমন্ত্রণে ,
নাকি খালি হস্তে দিবে ফিরিয়ে
অবজ্ঞা আর অবহেলার স্বরে ।
যদি নাই বা আসো সব আশা যে হবে বৃথা
বুঝবে কি তুমি আমার মনের ব্যথা ?
ভালোবাসাহীন হৃদয়
জোনাকী আক্তার

ভালোবাসা হীন
পারবে কি তুমি বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে
শূণ্য হৃদয়টা ভরিয়ে দিতে ?
যদি না পারো তবে এসো না তুমি
আমায় ঘিরে থাকা শূণ্যতা গুলো
তোমায় গ্রাস করে নিবে শূণ্য দিগন্তে
পারবে না তুমি সহ্য করতে আমার শূণ্য হৃদয়ের দেওয়া কষ্টগুলোকে ।
ফিরে যাও তুমি কষ্ট পাবার আগেই
তোমার সাজানো ভালোবাসার পসরা নিয়ে ,
চাইনা আমি আমার কষ্টগুলো ছুঁয়ে যাক
তোমার কোমল হৃদয়ের প্রকোষ্ঠে ,
যদি আমার বর্ণহীন স্বপ্নগুলোকে না পারো
রঙিনত্বে পরিণত করতে,
তবে এসো না তুমি -
চাইনা তোমার রঙিন স্বপ্নগুলোও বিবর্ণ হোক
আমার বর্ণহীন স্বপ্নের স্পর্শে ।
ফিরে যাও তুমি তোমার ভালোবাসার পসরা নিয়ে
পারবেনা তুমি ভালোবাসা হীন হৃদয়ে
নতুন ভালোবাসার জন্ম দিতে ।
কষ্ট পাবে , পারবেনা তুমি সহ্য করতে,
সেটাই বরং ভালো হবে
ভালোবাসাহীন হৃদয়ে ,ভালোবাসার ফুল না ফুটিয়ে
যে পথে ছিলে তুমি সেই পথেই ফিরে গেলে ।

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...