শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭

আমি 
জোনাকী আক্তার
আমি এক বিন্দু শিশির
রোদ্দুরে শুকাই
আমি এক দমকা হাওয়া
হঠাত্‍ বহে যাই ।
আমি এক ভাসমান মেঘ
বৃষ্টি হয়ে ঝরে পড়ি,
আমি এক চাপা কষ্ট
হাসির আড়ালে লুকিয়ে রাখি ।
আমি এক অপ্সরীর তন্দ্রা
তন্দ্রাহীন আঁখিতে হয়ে যাই বিলীন ,
আমি এক ভোরে ফোটা ফুল
সূর্যাস্তে আমার শেষ পরিণতি ।
আমি এক বিতৃষ্ণা অনুভুতি
কারো কাম্য নয় বলে সদা অস্থায়ী,
আমি তো সেই
যার কোনো অস্তিত্ব তোমার মাঝে নেই ।


মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

~~~~~~জানে অন্তর্যামী
~~~~~
জোনাকী আক্তার


নিজের অসাড়তা লুকিয়ে
তুমি হীন ভুলক্রমে বেঁচে থাকা,
অতিবাহিত সময় কতটা বিষাদের,
কতটা কষ্টের তুমি জানোনা
জানে একজন , শুধুই অন্তর্যামী জানে ।

তোমায় নিয়ে হৃদয়ের আরাধনায় শশ্যব্যস্ত থাকা
তুমি হীন হৃদমন্দিরে ছেঁয়ে গেছে শূমিণ্যতা,
রিক্ততার যে কত যন্ত্রণা জানোনা তুমি
জানে একজন, শুধুই জানে অন্তর্যামী ।

আধারের সাথে মিশে গিয়ে
অবিরত নোনা জলে নেয়ে যাওয়ার কথা,
সূর্যালোকে জলের ছাপ লুরিয়ে রাখা জানোনা তুমি
জানে একজন, শুধুই জানে অন্তর্যামী ।

পরম নির্ভরতায় তোমার হাতটি ধরা
দূর্বিপাকে ছেড়ে যাওয়ার পরেও
প্রতীক্ষায় কাটানো প্রহরের কথা জানোনা তুমি
জানে একজন , শুধুই জানে অন্তর্যামী ।

তুমি শুধু ভালোবাসি বলতেই জেনেছো
কখনো ভালোবাসতে জানোনি,
কতটা তোমায় ভালোবাসি জানোনা তুমি
জানে একজন, শুধুই জানে অন্তর্যামী ।














বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭


আবারও ফিরে আসবো
জোনাকী আক্তার
পরের জন্মে আমি তোমার হবো
এই জন্মের বিভেদটুকু পরের জন্মে ঘুচিয়ে দিবো ,
এই জন্মের অপ্রপ্তিটুকু
পরের জন্মে পুষিয়ে নিবো ।
পরের জন্মে আমি তোমার দু:খ হবো
কষ্টগুলো অশ্রু হয়ে তোমাতেই মিলিয়ে যাবো ।
আমি তোমার এক চিলতে হাসি হবো
তোমার শুষ্ক ওষ্ঠ ছুঁয়ে দিবো ।
পরের জন্মে দোল মঞ্চের আবির হবো
রামধনুকের সাত রঙে তোমায় রাঙাবো ,
হৃদয়ের অসমাপ্ত লেনাদেনা পরের জন্মেই চুকিয়ে দিবো ।
তোমার রচিত কাব্য হবো
অব্যক্ত কথাগুলো পরের জন্মে বলেই দিবো ,
এই জন্মে নাই বা পেলাম
পরের জন্মে শুধুই তোমার জন্য
আবারও ধরণীতে ফিরে আসবো ,
মানুষরূপে নাই বা এলাম
তোমায় ভালোবাসবো বলেই
তোমার কাছে বহুরূপে ফিরে আসবো ॥




মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

নষ্ট সমাজ
জোনাকী আক্তার
কোথায় সে মানবিকতা ?
চারদিকে শুধু হিংস্রতা , বর্বরতা আর অমানবিকতা ।
আর কত কাল চোখ বুজে থাকবে সুশীল সমাজ
ন্যায় পরায়ণতা ধ্বংসের পথে যেন পড়েছে বাজ ।
যুগের সাথে তাল মিলিয়ে
উন্নত আর উর্বর করছে মস্তিষ্ক ,
নির্দ্বিধায় করছে কলুষিত বিবেক আর মনুষত্ব
কখনো হার মেনে যায় পশুত্ব ।
এই কি সেই যুগ
জাহেলিয়ান যুগের আরেক রূপ ?
মনোচিত্ত রাখতে তুষ্ট করছে কত ব্যভিচার
কখনো উঠেছে মেতে নিষ্পাপ প্রাণ হত্যাযজ্ঞে ।
অসহায়ত্ব আর শাসত্বকে বরণ করে ভুলে লাজ
কত অবলার নিষিদ্ধ পল্লীতে বাস ।
সুশীল সমাজ ঘৃণ্য চোখে দেখে তাদের
ভদ্রতার বুলি ফোটে দিনের আলোতে ।
নিশীত রজনীতে খুলে যায় ভদ্রতার মুখোশ
লুটোপটিতে ব্যস্ত তখন ভুলে তাদের সব দোষ ।
যত ঘৃণা তো তোমাদেরই প্রাপ্য,
দিনের আলোতে দেখা দোষ গুলো ভুলে
পার না একটি সুস্থ জীবন দিতে
কিসের এত দাপট তোমাদের কিসের এত অহংকার ?
ভুলে যেওনা নারীরাই যে তোমাদের অলংকার ।
যেমন টা প্রতারিত করবে অন্য নারীকে
তেমনটাই ফিরে আসবে তোমার আলয়ে ,
মনে রেখ সেদিন তুমিও বুঝবে কত  ভুল জমা রেখেছিলে
যেদিন থাকবে তোমার অলংকার অন্যের পদতলে ।

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

প্রণয়
জোনাকী আক্তার

তোমার প্রতীক্ষায় কত শত মুহূর্ত কেটে যায়
কত প্রহর নিদ্রহীন ভাবে,
তুমি এসো একটি বারের জন্য
কোনো এক ঝিরঝির বাতাসে
মৃদু জ্যোত্‍স্নার আলোয় আলোকিত রাতে ।
কাটিয়ে দিবো সারা রাত তোমার পাশে বসে ,
কখনো ঝিঁঝিঁর ডাক আর সমস্ত নির্জনতা কে উপেক্ষা করে
মনের সব বাধা অতিক্রম করে বলব ভালোবাসি ।
শুধু তুমি এসো কোনো এক জ্যোত্‍স্না ঘেরা রাতে ,
রাত জাগা জোনাকিদের মেলায়
মেতে উঠবো দু'জনেই নীলাভ আলোর জ্বলা-নেভা খেলায় ॥
শুধু তুমি এসো মায়াবী জ্যোত্‍স্নায় ঘেরা রাতে
চোখে চোখ রেখে স্বপ্ন সাজাবো,
স্বপ্নে থাকবে ভালোবাসায় গল্প গাঁথা
যদি তুমি আসো অনন্তকালের জন্য ॥

কেন এমন হয় জোনাকী আক্তার ************************** ভাঙা গড়ার খেলায় নিজেকে বারবার গড়ি, দু:খ-সুখের ভেলায় ঘুম ভাঙার মতই কেটে যায় সুখের রেশ...